লেস্টারে রহস্যজনক বিস্ফোরনে ৪ জন নিহত : Leicester explosion: Four people confirmed dead

ব্রিটবাংলা ডেস্ক : ইংল্যান্ডের লেস্টার শহরের একটি পোলিশ দোকানে রহস্যজনক এক বিস্ফোরনের ঘটনায় ৪জন নিহত হয়েছে। দোকানটি এর আগে লন্ড্রি ছিল। দুতলা ভবনের নীচে দোকান হলেও উপরে ফ্ল্যাট রয়েছে।

লেস্টারশায়ার পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যা ৭টার দিকে লেস্টারের হিকলী রোডে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। এঘটনায় আরো চারজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওদিকে পুলিশ এই ঘটনার সঙ্গে কোন সন্ত্রাসী তৎপরতার সংশ্লিষ্টতা নেই বলে মনে করছে। তবে অগ্নিকান্ডের কারন উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

 

Leicester explosion: Four people confirmed dead

Four people have died in an explosion at a shop in Leicester, police have confirmed.
Leicestershire Police declared a “major incident” after reports of a blast in Hinckley Road at about 19:00 GMT on Sunday.
Four other people remain in hospital, one with serious injuries, the force said.
Supt Shane O’Neill said police believe there may be more people unaccounted for and rescue efforts were continuing.
At this stage the explosion is not being linked to terrorism, he added.

The building consisted of a shop premises on the ground level and a two-storey flat above it.
Witnesses said the shop was formerly a Londis but recently became a Polish supermarket.

Advertisement