লোহাগাড়া থেকে অস্ত্রসহ বাঁশখালীর জসীম ডাকাত গ্রেফতার

ব্রিট বাংলা ডেস্ক : চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান এবং ১৪ রাউন্ড গুলিসহ এক ডজন মামলার আসামি বাঁশখালী উপজেলার পুইছড়ি এলাকার মোহাম্মদ জসীমউদ্দিন ওরফে জইস্যা ডাকাতকে আটক করেছেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৭ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার বড়হাতিয়া এলাকার চাকফিরানী কালীনগরপাড়ার গ্যাস কোম্পানি রোডে কালাগোদা ব্রিজের ওপর মাদক ব্যবসায়ীদের অবস্থানের খবরের র‌্যাব ৭-এর একটি দল অভিযান চালায়।

এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা জসীমউদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতারকৃত মোহাম্মদ জসীমউদ্দিন বাঁশখালী উপজেলার পূর্ব পুইছড়ি ইউনিয়নের নুরুল হুদার ছেলে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় এবং কক্সবাজার জেলার পেকুয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, অপহরণ ও চাঁদাবাজি, চাঁদাবাজি, মাদক এবং বন মামলাসহ প্রায় ১২টি মামলা রয়েছে বলে জানান র‌্যাব-৭।

চট্টগ্রাম র‌্যাব ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, জসীমউদ্দিনকে চট্টগ্রামের লোহাগাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

Advertisement