শিক্ষার্থীদের আকাশ ছোঁয়ার প্রেরনা দিলেন ইউকের ভবিষ্যত মহাকাশচারী : Future astronaut Hussain urges students to reach for the sky

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের নিউ সিটি কলেজের শিক্ষার্থীদের আকাশের পৌঁছার প্রেরণা দিলেন ইউকের ভবিষ্যত মহাকাশচারী হোসাইন মানাওয়ার। ইস্ট লন্ডনের নিউ সিটি কলেজের এওয়ার্ড অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের জীবনে উচ্চলক্ষ্য নির্ধারনের পরামর্শ দেন। টাওয়ার অব লন্ডনের একটি হোটেলে এই এওয়ার্ড বিতরন অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি ছিলেন।

হোসাই মানাওয়ার স্ট্রীটে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে এবং কিলোমানজারো পর্বত আরোহন করে হোমলেসদের জন্য ফান্ড রেইজ করেছেন।

অনুষ্ঠানে তিনি জানান, তিনি হবেন ইউকেতে জন্মগ্রহনকারী প্রথম মুসলিম নাগরিক, যিনি মহাকাশ ভ্রমনে যাচ্ছেন। বললেন, নিজে একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি। তারপরে অদম্য ইচ্ছা শক্তি তাকে এই অসম্ভব স্বপ্ন পুরনে সহায়তা করছে।

এওয়ার্ড বিতরন অনুষ্ঠানে নিউ সিটি কলেজের গ্রুপ প্রিন্সিপাল, টাওয়ার হ্যামলেটস এবং হ্যাকনি ক্যাম্পাসের প্রিন্সিপালকে সঙ্গে ২৬জনের হাতে এওয়ার্ড তুলে দেন তিনি।

উল্লেখ্য ২৬ বছর বয়সী হোসাইন এসেক্সের বাসিন্দা। ২০১৮ সালে তিনি মহাকাশ ভ্রমনে যাবেন।
Future astronaut Hussain urges New City College students to reach for the sky

Future astronaut Hussain Manawer presented the annual New City College ‘students of the year’ awards telling them to aim high in life.

He was special guest at this year’s awards, held at the Grange City Hotel next to the Tower of London.

The social entrepreneur has been sleeping rough on the streets and has climbed Mount Kilimanjaro raising money for the homeless.

“I’m going to be the first UK-born Muslim in space,” he told the audience in urging them to aim to achieve their own dreams. 
“That’s pretty amazing considering I don’t come from an academic background.”

Hussain presented the 26 awards with college group principal Gerry McDonald, Tower Hamlets campus principal Alison Arnaud and Hackney campus principal Lois Fowler.

A special award went to Awal Khan who had never been to school when he arrived in Britain from Afghanistan by himself two years ago with no knowledge of English and has proved to be “a good role model”.

Another ‘special’ was given to Ehsan Jebari who arrived at the college with only two GCSEs and is now studying a maths degree at Queen Mary University.

Other ‘student of the year’ accolades went to Hamza Mahmood for ‘business studies’, Aifa Haque for ‘Information technology’, Nahid Ahmed for ‘health and social care’ and Darren Cole for ‘English and Communications’.

The awards attracted major international sponsors from companies including the Canary Wharf Group, Clifford Chance and Hermes Investment Management.

Advertisement