শিল্পকলা একাডেমিতে ৪ বরেণ্য ব্যক্তি স্মরণে আলোচনা অনুষ্ঠিত

দ্বিজেন্দ্রলাল রায়, খন্দকার নুরুল আলম, আব্বাস উদ্দিন আহম্মেদ এবং উদয় শংকর রায় এই চার বরেণ্য ব্যক্তির স্মরণে শিল্পকলায় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন শাহনাজ নাসরিন ইলা, সহযোগি অধ্যাপক সঙ্গীত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং খন্দকার নূরুল আলম স্মরণে মূল প্রবন্ধ পাঠ করেন সরকারি সংগীত কলেজ এর সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. কমল খালিদ। আলোচক হিসেবে বক্তৃতা উপস্থাপন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উন্নয়ন ও পরিকল্পনা) মো. শামীম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক মেহফুজ আল ফাহাদ এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার।অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বিজেন্দ্রলাল রায়ের পুরোনো গান যেগুলো রেকর্ড করা আছে সেগুলোর স্বরলিপি করা হলে তা সংরক্ষিত থাকবে। এছাড়া হাসির গানগুলো সংরক্ষণ করা হলে তরুণ প্রজন্মও আগ্রহ নিয়ে গাইবে।আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে এই শিল্পীদের স্মরণে সংগীত পরিবেশন করা হয়।

Advertisement