শ্রমজীবিদের সুবিধা বৃদ্ধির দাবীতে লন্ডনে বিশাল র‌্যালি : Thousands join TUC march over wages and workers’ rights

ব্রিটবাংলা ডেস্ক : পাবলিক সার্ভিসসহ বিভিন্ন সেক্টরে কর্মরত ওয়ার্কারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবীতে শনিবার নার্স টিচার এবং ফায়ার ফাইটারসহ বিভিন্ন পেশার প্রায় কয়েক হাজার কর্মজীবি মানুষ বিভিন্ন ভেনার ফ্যাস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেন। এই র‌্যালির আয়োজন করে ট্রেইডস ইউনিয়ন কংগ্রেস সংক্ষেপে টিইউসি।

টিইউসি জানিয়েছে ১৯৯৮ সাল থেকে ২০০৮ সালে অর্থনৈতিক মন্দা শুরুর আগে পাবলিক সার্বিসে প্রকৃত বেতন বেড়েছিল ২৭ শতাংশ। কিন্তু এরপর গত ১০ বছরে তা কমে প্রায় ৪শতাংশ। সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে ২০২৫ সালের ভেতরে ওয়ার্কারদের গড়ে ক্ষতি হবে প্রায় ১৮ হাজার ৫শ পাউন্ডের মতো।

যদিও এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকারের নতুন ন্যাশনাল লিভিং ওয়েজের ফলে নি¤œ আয়ের ওয়ার্কারের প্রায় দুই হাজার পাউন্ড আয় বেড়েছে। একই সঙ্গে দক্ষতা অনুযায়ী যথাপোযুক্ত কাজ এবং বেতনের বিষয়টিও নিশ্চিত করছে সরকার।

 

Thousands join TUC march over wages and workers’ rights

Thousands of people have joined a trade union march calling for a “new deal” for workers and public services.

The central-London demonstration, led by the Trades Union Congress, highlighted demands for better pay and job security.

TUC research said the UK’s real wage squeeze would be the worst in modern history and the slowest for 200 years.

The government said its policies had boosted pay for the lowest earners and meant workers could keep more of it.

Demonstrators gathering at Saturday’s march called for a higher minimum wage of £10 an hour, a ban on zero-hours contracts and greater funding for the NHS, education and other public services.

At a rally in Hyde Park at the end of the march, Labour leader Jeremy Corbyn told the crowd that his party would create a ministry to guarantee worker’s rights.

Mark Serwotka, general secretary of the PCS union, told the crowd that 150,000 civil servants could ballot for strike action after members were offered a below-inflation 1% pay rise for the 11th year running.

TUC general secretary Frances O’Grady said: “There is a new mood in the country. People have been very patient but they are now demanding a new deal.”

Meanwhile, research published by TUC suggested wages in the UK had lagged behind inflation since 2008, and were worth £24 less in real terms than in 2008.

 

The TUC also said wages would not recover until 2025, by which time, it said, the average worker would have lost £18,500.

The TUC’s deputy general secretary Paul Nowack told the BBC that 17 years of falling wages in real terms amounted to the biggest relative wage loss since the Napoleonic Wars.

Advertisement