সমুদ্র সৈকতে গিয়ে অজানা জীব হাতে তুলবেন না

বিষাক্ত অক্টোপাস ব্লু রিঙড। মুহুর্তের মধ্যে অন্তত ২৬ জন মানুষকে মেরে ফেলার মতো বিষাক্ত এই অক্টোপাসটিকে বিশ্বে সবচাইতে বিপজ্জনক এবং ভয়াবহ সামুদ্রিক জীব হিসেবে বিবেচনা করা হয়। বাদামী রংয়ের মধ্যে কালো বৃত্তের এই অক্টোপাসটির কামড়ের আঘাত একটি পিনের আঘাতের মতো মনে হলেও তাতে মানবদেহে যে বিষ ছড়িয়ে দেয় তা থেকে পরিত্রানের কোনো ঔষধ এখনো আবিস্কার হয়নি। সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে ইন্দোনেশিয়ার বালির সমুদ্র সৈকতে একজন মহিলা নিজের অজান্তেই এই বিষাক্ত অক্টোপাসটি হাতে নিয়ে ছোট ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তার ভিডিও ক্লিপটি প্রায় ২ দশমিক ৬ মিলিয়নের বেশি ভিউ হয়েছে।

Advertisement