সাংবাদিক শাহাব উদ্দিন বেলালের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ব্রিটেনের বিশিষ্ট কমিনিটি ব্যক্তিত্ব, সাবেক কাউন্সিলর ,রাজনীতিবিদ, সাংবাদিক ও বিয়ানীবাজার পি এইচ জি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন পরিষদ, যুক্তরাজ্যের সদস্য সচিব শাহাব উদ্দিন আহমদ বেলালের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।বেলালের মৃত্যুর কিছুদিন আগে তার প্রাণপ্রিয় বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের লক্ষ্যে গড়ে ওঠা সংগঠনের  উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবিসহ কমিনিটির বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ যোগ দিয়েছিলেন।

সভায় বক্তারা কমিনিটিতে তার বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলে যেকোন প্রতিষ্ঠান এবং দেশে তার কিশোর জীবনের সেই প্রিয় বিদ্যাপীঠের একটি ভবনের নাম প্রয়াত বেলালের নামে নামকরণের জোর দাবী জানিয়েছেন। গত ৩রা ফেব্রুয়ারি রোববার বিকালে পূর্বলন্ডনের একটি রেষ্টুরেন্টে উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ মনজ্জির আলীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ ছমির উদ্দিন এবং লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেট লো সেন্টারের সাবেক পরিচালক কমিনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাবেক সভাপতি বেলাল আহমদ, নব-নির্বাচিত ভাইস প্রেসিডন্ট ব্যারিষ্টার তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক মোহম্মদ জোবায়ের, ইভেন্ট সেক্রেটারী রেজাউল করিম মৃধা, ক্লাবের নির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, নাজমুল ইসলাম, কাউন্সিলার সেলিম উদ্দিন, কমিনিটি নেতা বরুজ্জামান বদর, আব্দুর রহিম শামীম, সাংবাদিক মিছবাহ জামাল, আব্দুল কাদির চৌধুরী মুরাদ, প্রথম আলোর লন্ডন প্রতিনিধি তবারকুল ইসলাম পারভেজ, জাকির হোসেন কয়েছ। এছাড়া শতবর্ষ উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক আলহাজ ডা: আব্দুল কাদির, ইফতেখার হোসেন খান মাখন, হাফিজ আহমদ মানা, আফছার খান সাদেক, যুগ্ম সদস্য সচিব ফয়জুল হক, লুৎফুর রহমান ছায়াদ, কোষাধক্ষ জামাল উদ্দিন, ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান, সদস্য মো: অজি উদ্দিন, মো: বাবুল হোসেন, প্রয়াত শাহাব উদ্দিন আহমদ বেলালের ছেলে আবুল হাসনাত, খয়ের আহমদ বিপ্লব  প্রমুখ বক্তব্য রাখেন।স্মরণসভায় আরোও উপস্হিত ছিলেন বিশিষ্ট ট্রেভেল ব্যবসায়ী এমরান হোসেন, যুবনেতা কামাল হোসেন, বিয়ানীবাজার প্রগতি এডুকেশন ট্রাস্ট ইউকের বদরুল হক, হাফিজ হাসান আহমদ সাংবাদিক ফয়ছল আহমদসহ কমিনিটির বিশিষ্টজনের। সভায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মদ জোবায়ের তার বক্তব্যে বলেন, কমিনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতি আদায়ে প্রয়াত শাহাব উদ্দিন আহমদ বেলালের স্মৃতি রক্ষার্থে পূর্বলন্ডনের টাওয়ার হ্যামলেটে একটি প্রতিষ্টানের নামকরণের জন্য বারার মেয়র জন বিগসের সাথে ক্লাবের পক্ষ থেকে ফলপ্রসূ আলোচনা অব্যাহত রয়েছে। শীঘ্রই কমিনিটির প্রত্যাশার প্রতিফলন হবে বলে তিনি উপস্হিত সুধীজনের কাছে তার দৃড আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে হাফেজ মাওলানা কাজী আহমদ হাসানের পরিচালনায় অনুষ্টিত বিশেষ দোয়া মাহফিলে প্রয়াত বেলালসহ সমগ্র মুসলিম উম্মার মঙ্গলের জন্য দোয়া প্রার্থনা করেন এবং আগত অতিথিদের মধ্যে রাতের খাবার পরিবেশন ও বাসা থেকে মিসেস বেলালের পাঠানো শিরনী বিতরন করা হয়।

Advertisement