সাউথ এশিয়ান ডিজাইন ও ফ্যাশন নিয়ে ২১ এপ্রিল বার্মিংহ্যামে ব্রাইডাল ফ্যাশন উইক

আগামী ২১ এপ্রিল বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে  ব্রাইডাল ফ্যাশন উইক। তানাজ ইভেন্টস এবং এশিয়ান ফ্যাশন এন্ড এন্টারটেইনমেন্ট প্রডাকশন এর আয়োজন করছে। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান তথা দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশের ডিজাইনার ও ফ্যাশন হাউজগুলো অংশ নেবে। প্রদর্শনীর পাশাপাশি ম্যাকআপ, ফ্যাশন শো এবং মিউজিক থাকবে।

শুক্রবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা। লন্ডন বাংলা প্রেসক্লাব অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন এর অন্যতম ডাইরেক্টর তানিয়া খান। মিথিলা ফানার্ন্দেজের পরিচালনায় এ সময় মার্কেটিং অফিসার জিবান সিদ্দিকী অনুষ্ঠান সম্পর্কে বেশ কিছু ধারনা দেন।

লিখিত বক্তব্যে বলা হয়,  বার্মিংহাম সিটি সেন্টারের কনফারেন্স এন্ড ইভেন্ট হলে পুরো অয়োজনে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান তথা দক্ষিন এশিয়ার বিভিন্ন দেশের অরিজিন ডিজাইনার এবং ফ্যাশন হাউজগুলো অংশ নেবে। প্রদর্শনীর পাশাপাশি, মেইকআপ, ফ্যাশন শো এবং মিউজিক রাখা হয়েছে। যাতে দর্শনার্থীরা দিনটি উপভোগ করেন।

Advertisement