সাম্প্রদায়িক স্লোগান দেয়ায় যুক্তরাজ্য বিএনপিকে ক্ষমা চাওয়ার আহ্বান

ব্রিট বাংলা ডেস্ক :: যুক্তরাজ্য বিএনপির ধর্মীয় বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক স্লোগানের প্রতিবাদ জানিয়েছে সেক্যুলার বাংলাদেশ মুভমেন্ট ইউএসএ চ্যাপ্টার। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের মুখপাত্র শুভ রায় সাম্প্রদায়িক স্লোগান দেওয়ার জন্য যুক্তরাজ্য বিএনপিকে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, গত ২১ এপ্রিল লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের নেতৃত্বে বাইরে বিক্ষোভ করে যুক্তরাজ্য বিএনপি। সেই বিক্ষোভে এমন সব স্লোগান দেওয়া হয় যার মধ্য দিয়ে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই নন, সকল ধর্মে বিশ্বাসীরাই কষ্ট পেয়েছেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের বিদ্বেষপূর্ণ সাম্প্রদায়িক স্লোগান সবার জন্যই ‘অশনি সংকেত’ বলে মন্তব্য করেন শুভ রায়।
সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ইতোমধ্যে এ সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি পুষ্পিতা গুপ্তার নেতৃত্বে লন্ডনেও বিক্ষোভ হয়েছে। সেই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে শুভ রায় বলেন, বিএনপি নেতা মালেকের ঘৃণ্য সাম্প্রদায়িক তুচ্ছ-তাচ্ছিল্যময় স্লোগান দেশ ও প্রবাসে বাঙালির মাঝে সাম্প্রদায়িক বিদ্বেষ ও ঘৃণা বিস্তারে ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্বে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরল আমিন বাবু বলেন, রাজনৈতিক পরিচয় নয়, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো বর্তমান বিশ্বে এক মহামারী। বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে প্রতিবাদ জানানো আমার নৈতিক দায়িত্ব।
সংগঠক ফাহাদ সোলায়মান বলেন, হিন্দু দেব-দেবী নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ও স্লোগান হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত। তার প্রতিবাদ জানাতেই আমরা সেক্যুলার মুভমেন্টের পাশে দাঁড়িয়েছি। আমরা তীব্র নিন্দা ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (জেবিবিএ) পরিচালক আবুল ফজল দিদারুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, ব্যবসায়ী বিপ্লব সাহা, বাংলাদেশ ক্লাব ইউএসএ’র সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার, সাংগঠনিক সম্পাদক সুমন, কামাল হোসেন, কুইন্স যুবলীগের সভাপতি নান্টু মিয়া, অ্যাক্টিভিস্ট দীনেশ মজুমদার, ব্যবসায়ী দেবাশীষ দাস বাবলু, গণেশ কীর্ত্তনীয়া, আরবার সিমন, নাজিম উদ্দীন প্রমুখ।
Advertisement