সারা অস্ট্রেলিয়ায় গর্ভপাত বৈধ এখন

ব্রিট বাংলা ডেস্ক :: এখন পুরো অস্ট্রেলিয়াতে গর্ভপাত বৈধ। সর্বশেষ নিউ সাউথ ওয়েলসে গর্ভপাত অবৈধ ছিল। কিন্তু সেখানে আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইন পাস হয়েছে। ফলে সেখানেও এখন গর্ভপাত বৈধ। এর ফলে ১১৯ বছরের পুরনো আইন পাল্টে গেছে। ওই আইনকে সেকেলে বলে সমালোচনা করেছেন সমালোচকরা। ফলে সংশোধিত আইনের বিল বৃহস্পতিবার ভোটে দেয়া হয় এবং তা পাস হয়। এই বিলটি নিয়ে কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত বিতর্ক হয়েছে। গভীরভাবে বিভক্ত হয়ে পড়ে ওই রাজ্যের রক্ষণশীল সরকার। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলছে, এই বিল পাস হওয়ার আগে অস্ট্রেলিয়ায় শুধু নিউ সাউথ ওয়েলসই একমাত্র রাজ্য ছিল যেখানে কোনো নারীর স্বাস্থ্যগত মারাত্মক ঝুঁকি থাকলে, শুধু চিকিৎসকের পরামর্শে গর্ভপাত করা যেতো। কিন্তু তা পাল্টে গেছে এখন ওই আইনের ফলে। বৃহস্পতিবার শতাধিক সংশোধনীর ওপর আলোচনার পর পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি ভোটে দেয়া হয়। তা ২৬-১৪ ভোটে পাস হয়। বিলটিকে এরই মধ্যে অনুমোদন দিয়েছে পার্লামেন্টের উচ্চকক্ষ। এ আইনের অধীনে কোনো নারী অন্তঃসত্ত্বা হওয়ার ২২ সপ্তাহের মধ্যে বৈধভাবে গর্ভপাত করাতে পারবেন। এর পরে গর্ভপাত করাতে হলে দু’জন চিকিৎসকের সম্মতি প্রয়োজন হবে।
এই সংশোধনীর বিরোধিতা করেছেন অনেক অধিকারকর্মী ও এমপি। তাদের ব্যক্তিগত বিশ্বাসের কারণে এর বিরোধিতা করেন। তবে শেষ পর্যন্ত রক্ষণশীল কিছু এমপি এতে সায় দেন। অন্য দলগুলো থেকেও এর পক্ষে সমর্থন আসে।

Advertisement