সিলেটে দারিদ্র কমেছে ১১.৯ শতাংশ

সিলেট অফিস :: গেল কয়েক বছরে সিলেটে দারিদ্রের হার কমেছে উল্লেখযোগ্য হারে। এ সময়ে এ অঞ্চলে দারিদ্র কমার হার ১১.৯ শতাংশ।

বিশ্ব ব্যাংকের ‘বাংলাদেশ পোভার্টি অ্যাসেসমেন্ট’ শীর্ষক এক প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে।

বিশ্ব ব্যাংক বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের খানা আয়-ব্যয় জরিপের তথ্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। গেল সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিশ্ব ব্যাংক বলছে, ২০১০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে দেশে ৮০ লাখ মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন। তবে দেশের সব অঞ্চলে দারিদ্র কমার হার সমান নয় এবং কমার হারের গতিও শ্লথ।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে, ২০১০ সালে সিেটে দারিদ্র্য হার ছিল ২৮ দশমিক ১ শতাংশ। ২০১৬ সালে এ হার নেমে আসে ১৬ দশমিক ২ শতাংশে। অর্থাৎ, এ সময়ের মধ্যে দারিদ্র হার কমেছে ১১.৯ শতাংশ।

সিলেটে দ্রুতগতিতে দারিদ্র হার কমেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisement