সিলেটে ভারত ফেরত করোনা পজেটিভ নারীর মৃত্যু, ৬ জনের নমুনা পরীক্ষা

ভারতে থেকে সিলেটে ফেরত করোনা ‘পজেটিভ’ হওয়া নারী আসমা বেগমের মৃত্যুর পর তার সংস্পর্শে আসা ৬ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। তার সঙ্গে থাকা পুরুষকে বুধবার বিকেল থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানিয়েছেন- আসমা বেগম ভারত থেকে ফিরে করোনা পজেটিভ হয়ে মারা যান। এ কারনে তার সঙ্গে থাকা পুরুষকে বুধবার বিকেল থেকে শহরতলীর খাদিমপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি জানান- ওই পুরুষ সহ চিকিৎসধানী সময়ে মহিলার সঙ্গে থাকা আরো ৫ জন সহ মোট ৬ জনের নমুনা বৃহস্পতিবার দুপুরে সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। আজ রাত কিংবা আগামীকাল তাদের পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরার ৯ দিন পর আসমা বেগম নামের এই নারী মারা গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মৃত্যুর আগে তাঁর করোনার সংক্রমণ শনাক্ত হয়েছিল। ওই নারী সিলেটে দক্ষিণ সুরমার বাসিন্দা। হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন- যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৯ দিন আগে আসমা বেগম ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি কিডনিজনিত জটিলতায় ভুগছিলেন। পরে তাঁকে সরকারি ব্যবস্থাপনায় যশোর বক্ষব্যাধি হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেখানে ৯ দিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য বুধবার সকালে বিশেষ ব্যবস্থায় তাঁকে সিলেটে প্রেরণ করা হয়। সিলেটে আনার পর যশোর থেকে ওই নারীর করোনা পরীক্ষার প্রতিবেদন ‘পজিটিভ’ আসে। এ সময় তাকে শহরতলীর ৩১ শয্যার খাদিমনগর হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরে সেখানে নেওয়ার পর বেলা ১১টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে আবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির প্রায় এক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Advertisement