সি ভোটারের সমীক্ষায় তৃণমূল কংগ্রেস এগিয়ে, পছন্দের মুখ্যমন্ত্রী মমতা

ব্রিট বাংলা ডেস্ক :: এবিপি আনন্দ-সি ভোটার-আইএক্সএন এর দ্বিতীয় পর্যায়ের সমীক্ষায় জনমত বলছে, ৪৩ শতাংশ সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস। ৩৮ শতাংশ বিজেপি এবং ১৩ শতাংশ বাম – কংগ্রেস জোট। অর্থাৎ রাজ্যে সরকার গড়বে তৃণমূলই, হয়তো বাম – কংগ্রেসের সাহায্য নিতে হতে পারে তৃণমূলকে বিজেপিকে আরও হীনবল করার জন্য। এই সমীক্ষায় মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ? এই প্রশ্নের জবাবে ৫৫ শতাংশ জানিয়েছে, মমতা বন্দোপাধ্যায়কেই তারা মুখ্যমন্ত্রী হিসেবে চায়। ২৫ শতাংশ বিজেপি নেতা দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী চান। ৯ শতাংশ মুকুল রায়কে, ৩ শতাংশ সুজন চক্রবর্তীকে এবং ২ শতাংশ অধীর চৌধুরিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। ৬ শতাংশ চান অন্য কোনো মুখকে।

Advertisement