সুনামির ক্ষতিগ্রস্তদের অর্থ দান করলেন বৃটিশ রাণী : Queen makes private donation for Indonesia earthquake

ব্রিটবাংলা ডেস্ক : ইন্দোনেশিয়ায় ভুমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্তদের জন্যে অর্থ দান করেছেন ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথ। একই সঙ্গে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। বাকিংহ্যাম প্যালেইস জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্যে ডিজাস্টার ইমার্জেন্সি কমিটির আহ্বানের পর রাণী ব্যক্তিগতভাবে অর্থ দান করেছেন। তবে রাণীর দানের পরিমাণ প্রকাশ করা হয়নি। ইন্দোনেশিয়ায় ভুমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্তদের জন্যে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ফান্ড রেইজিং শুরুর পর একদিনেই প্রায় ৬ মিলিয়ন পাউন্ড রেইজ করে ডিজাস্টার ইমার্জেন্সি কমিটি। উল্লেখ্য গত সপ্তাহের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর সুনামী আঘাত হানে ইন্দোনেশিয়ান সুলাওয়েসী দ্বীপে। সুনামিতে দ্বীপের পালু শহর পুরোটাই ধ্বংস হয়ে গেছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬শ ৪৯ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় আড়াইশোর বেশি মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। চ্যারিটি সংস্থাগুলো জানিয়েছে, ভুমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত প্রায় ২শ হাজারের বেশি মানুষ খাদ্য এবং আশ্রয়ের অপেক্ষায় রয়েছেন। ডিইসির চীফ এক্সিকিউটিভ সালেহ সাঈদ জানিয়েছেন, ডিইসির ১৪টি সদস্য চ্যারিটি সংস্থার মাধ্যমে বৃটিশ দানশীলদের অর্থ এসব ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো হচ্ছে।

The Queen has made a private donation to the relief effort in Indonesia following the devastating earthquake and tsunami which hit the country last week.

Buckingham Palace said the Queen had given money to the Disasters Emergency Committee (DEC) appeal for survivors, which raised £6m in a day when it was launched on Thursday.

It did not say how much money the monarch had given.

The number of dead has reached 1,649 and at least 265 people remain missing after the 7.5 magnitude tremor and resulting tsunami on the island of Sulawesi.

According to aid agencies, about 200,000 people are thought to be in need of food and shelter.

On Wednesday, the Queen issued a statement on the disaster.

DEC chief executive Saleh Saeed said donations will ensure aid workers from 14 leading UK aid charities can reach those left homeless and in urgent need of food, water and shelter.

“As the full impact of the disaster unfolds, DEC member charities and their partners are ready to help devastated communities to rebuild their lives,” he said. “We would urge people to continue donating.”

Advertisement