সুস্থ ধারা সৃষ্টিও সৎ সাহসী সাংবাদিকতার মাধ্যমে আলোকিত সমাজ প্রতিষ্ঠার কাজে ”দৈনিক আলোকিত সময়” কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে

 আহাদ চৌধুরীবাবু: বাংলাদেশের অন্যতম জাতীয় দৈনিক আলোকিত সময়ের প্রথম বর্ষপূর্তিতে লন্ডন অফিসের পক্ষ থেকে শনিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে পত্রিকার লন্ডন অফিসের পক্ষ থেকে স্বাগত বক্তব্যে বলা হয় স্বপ্নযাত্রায় বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে গত ১৮ জানুয়ারি বাংলাদেশে আলোকিত সময়ের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে, ব্যাপক সমাহারে এবংসগৌরবে।এক সঙ্গে পুরো বিশ্ব  দৈনিক আলোকিত সময়ের মূলমন্ত্র হচ্ছে এটিই। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংবাদপত্রটি বিলেতের বাঙালি কমিউনিটির সংবাদ গুরুত্ব সহকারে প্রকাশ করছে।সংবাদপত্রটির সঙ্গে লন্ডনের বাংলা মিডিয়ার আত্মীয়তার বন্ধন গড়তেই আজকের এই আয়োজন।আপনারা উপস্থিত হওয়ার জন্য পরম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


 
 অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রকাশনার শুরু থেকেই দৈনিক আলোকিত সময়ের শুভাকাঙ্খী,চিকিৎসক জিয়া খান


 
 
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি, জনমতের প্রধান সম্পাদক নাহাস পাশা।


 
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন
 বিশিষ্ট সাংস্কৃতিক, সংগঠক, নাট্যকার, পরিচালক প্রযোজক, সাংবাদিক বিশিষ্ট শিল্পপতি এবং ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সেক্রেটারী কমল চৌধুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আব্দুস সাত্তার ও আরহাম চৌধুরী।

উক্ত অনুষ্টানে ইয়ূথ বাংলা এবং কালচারাল ফোরামের সবচেয়ে কনিষ্ঠ সদস্য আহরাম কে পরিচয় করানোর জন্য একটি বিশেষ অনুষ্ঠানের ও আয়োজন ছিলো ৷

উল্লেখ্য গত মাসে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ল্যাংগুয়েজ এন্ড কালচারে জার্মান এবং বেলজিয়ামে অংশগ্রহণ করে একহাতে লাল সবুজের পতাকা আর মুখে দেশের গান গেয়ে আমাদরে বাংলাদেশকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিয়েছে ।

শতাধিক দেশের প্রতিনিধির অংশগ্রহনে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে আরহাম।


 অনুষ্ঠানে অতিথিরা আশা প্রকাশ করে বলেন,সংবাদ ও গনমাধ্যম জাতীর এবং সমাজের দর্পণ এই বিষয়টি মাথায় রেখে সুস্থ ধারা সৃষ্টিও সৎ সাহসী সাংবাদিকতার মাধ্যমে আলোকিত সমাজ প্রতিষ্ঠার কাজে দৈনিক আলোকিত সময় কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ।
অনুষ্টানে সংঙ্গীত  পরিবেশন করেন আরহাম চৌধুরী ।
বক্তব্য রাখেন সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক গল্পকার সাঈম চৌধুরী ।
অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাব ট্রেজারার ইকরা বাংলা টিভির চ্যারাটি ম্যানেজার আসম মাছুুম, এসিস্ট্রেন্ট সেক্রেটারী মোহাম্মদ সোবহান, সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ,এনটিভিরসিনিয়র রিপোর্টার সাংবাদিক আকরাম হোসেন,লন্ডন বাংলা প্রেসক্লাব প্রেস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, আইটি সেক্রেটারী সালেহ আহমদ, ব্রিট বাংলার নির্বাহী সম্পাদক আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্যএমরানআহমদ,সাংবাদিক অপুরায়,   সাংবাদিক মিসবাহ মাহফুজুর, ব্যবসায়ী আরিফ সোবহান, সাংবাদিক মহিউদ্দিন বাবলু সহ অনেকে ।
ACB@17
Advertisement