সেন্টপসলওয়ের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন মেয়র জন বিগস

ব্রিটবাংলা রিপোর্ট:  টাওয়ার হ্যামেলেটসের সেন্ট পলসওয়ের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন নির্বাহী মেয়র জন বিগস। এ সময় সঙ্গে ছিলেন স্পীকার কাউন্সিলর সাবিনা আক্তার

ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, মেয়রের পলিটিক্যাল এডভাইজার সৈয়দ মনসুর উদ্দিন, কাউন্সিল ও পপলার হারকার উর্ধ্বতন কর্মকর্তা, সাবেক কাউন্সিলর মতিন উজামান সহ একটি প্রতিনিধি দল। সোমবার  সকালে পূর্বলন্ডনের সেণ্টপলস্ ওয়ের অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করেন।

তিনি স্থানীয় জনসাধারনের সাথে কথা বলেন ।

মেয়র দূর্ঘটনার কারন খতিয়ে দেখা সহ ইত্যাদী বিষয় নিয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেট এর কর্মকর্তাদের সাথে আলাপ করেন।

দূর্ঘটনায় মৃত্যুবরনকারী কিশোরীর পরিবারের প্রতি সমবেদনা জানান নির্বাহী মেয়র।!

দূর্ঘটনা পরবর্তী দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিস পুলিশ ও হারকার উপস্থিতিতে ভবনের বাসিন্দাদের ঘরে ফিরে যাওয়ার জন্য বলা হয়  এবং কিশোরীর মৃত্যু স্থান পরিস্কার করা হয় ৷

যদিও মার্কেটের দোকানপাট বন্ধ রয়েছে এখনো।

স্থানীয় কাউন্সিলার শাহ আলম ঘটনার পর থেকেই ঘটনাস্থলে অবস্থান করছিলেন ।

এছাড়া ইনডিপেন্ডেন্ট কাউন্সিলর অহিদ আহমদ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন৷

ছবি: আহাদ চৌধুরী বাবু
Advertisement