সৈয়দ এনাম আহমেদ’র কবিতা : মনক্রিয়া

মন নিয়েছি, মন দিয়েছি
মন রেখেছি বাজি,
মনের পায়ে শিকল পরে
মনের বন্দি আজি।

মনের আয়নায় মনকে দেখি
মনের ডাক ইশারায়,
মনের ছবি এঁকেছে মন
মন উঠল মনের না’য়।

মন বিছিয়ে মনে ঘুমাই
মনেই রাখি মাথা,
মনের শীতে অলস দেহে
মনকে করি কাঁথা।

মনের সুখে মনের মাঠে
মন পেখমে নৃত্য,
মনের পিছু ছুটতে গিয়ে
মন ঘুরেছে বৃত্ত।

মনের কষ্টে মাঝে মাঝে
মন করেছি খারাপ,
মনের ঝিলে বসন খুলে
মনের মিলে দেই ঝাপ।

মনের বেগে সাঁতার কাটি
মন আকাশে উড়ি,
মনের নাটাই হাতে নিয়ে
মন যে উড়ায় ঘুড়ি।

মনের চুরি করে যে মন
মন লুকিয়ে মরে,
মনের ভুলে পা বাড়িয়ে
মন এসেছে ঘরে।

মনের কথা মনই জানে
মন বলেছে কানে কানে।।

রচনাকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২০।

Advertisement