স্কটল্যান্ডে পাবলিক সেক্টরে কর্মরত ইইউ নাগরিকদের স্যাটলড স্ট্যাটাস ফি দেবে সরকার : Scotish government will pay EU ‘settled status’ fee

ব্রিটবাংলা রিপোর্ট : ব্রেক্সিটের পর ইউকেতে স্যাটল হতে আগ্রহী স্কটিশ পাবলিক সেক্টরে কর্মরত সব ইইউ নাগরিকদের ‘স্যাটলড স্ট্যাটাস’ ফি পরিশোধে সহযোগিতার ঘোষনা দিয়েছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টোরজান।

যেসব ইইউ নাগরিক  ইউকেতে ৫ বছরের বেশি সময় ধরে অবস্থান করছেন ব্রেক্সিটের পর তারা ইউকের সাধারণ নাগরিকের মত সমান অধিকার ভোগ করতে পারবে বলে প্রধানমন্ত্রী থেরিজা মে ঘোষণা দেওয়ার পর এই ঘোষনা দেন স্কটিশ ন্যাশনাল পার্টির নেত্রী। ইইউতে ব্রিটেনসহ ২৮টি সদস্য দেশ। বাকী ২৭টি দেশের প্রায় ৩ দশমিক ২ মিলিয়ন মানুষ ইউকেতে বসবাস করছেন। বৈধভাবে বসবাসরত এসব ইইউ নাগরিকদের ব্রেক্সিটের পর ইউকেতে স্থায়ীভাবে বসবাসের জন্যে অর্থাৎ স্যাটলড স্ট্যাটাস পেতে হলে একটি ফি পরিশোধ করতে হবে বলেও ইঙ্গিত দিয়েছে সরকার। এই ফির পরিমান ৬৫ পাউন্ড হতে পারে। যদিও সরকার এখনো ফি নির্ধারণ করেনি। স্কটস্যান্ডে পাবলিক সেক্টরে কর্মরত ইইউ নাগরিকদের ব্রেক্সিটের পর স্যাটলড স্ট্যাটাসের জন্যে আবেদন করলে এই ৬৫ পাউন্ড ফি পরিশোধ করতে হবে না বলে স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টোরজান ঘোষণা দিয়েছেন।

রোববার বিবিসির এন্ড্রো মার শোতে এসে এই ঘোষণা দেন তিনি। গ্লাসগোতে স্কটিশ ন্যাশনাল পার্টির বার্ষিক সম্মেলন শুরুর প্রাক্কালে এই ঘোষনা দিলেন ফার্স্ট মিনিস্টার। তিনি জানান, স্কটল্যান্ডের পাবলিক সেক্টরে কর্মরত ইইউ নাগরিকদের অবদান অপরিসীম। তাদের অবদানের স্বীকৃতি দিতেই স্কটিশ সরকার তাদের স্যাটলড স্ট্যাটাস ফি পরিশোধ করবে বলে জানান তিনি।

নিকোলা স্টোরজানের নেতৃত্বে গত জুনের  ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের পর এই প্রথম সম্মেলন হচ্ছে। ২০১৫ সালের নির্বাচনে হাউস অব কমন্সে ৫৬ জন এসএনপির এমপি ছিলেন। গত জুনের নির্বাচনে ২১টি সিট হারায় স্কটিশ ন্যাশনাল পার্টি।

Scotish government will pay EU ‘settled status’ fee

Nicola Sturgeon says her government will pay a so-called “settled status” fee of any EU citizen working in the public sector in Scotland.

Prime Minister Theresa May has offered settled status to EU migrants who have lived in the UK for five years.

However, the UK government has hinted that those applying for the status will have to pay a fee.

Scotland’s first minister made the announcement ahead of her party’s annual conference in Glasgow.

The three-day conference is the party’s 83rd and the first since June’s general election, when the SNP lost 21 of the 56 seats it won in 2015.

They included those of former leader Alex Salmond and its deputy leader Angus Robertson.

Speaking on the BBC’s Andrew Marr programme, Ms Sturgeon said EU migrants had made a big contribution and their right to remain in Scotland should be guaranteed.

She said: “It appears that the UK government is going to make EU citizens apply for what they’re calling settled status and possibly charge a fee for that.

“They haven’t said what that fee would be, but if it’s the same as it is for residents, it will be around £65.

Advertisement