স্ট্রাটফোর্ড শপিং সেন্টারে হোমলেসদের অস্থায়ী হোস্টেল!

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনের ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে একটি হল স্ট্রাটফোর্ড এলাকা। অলিম্পিক পার্কের কাছাকাছি স্ট্রাটফোর্ডের পুরনো শপিং সেন্টারটি রাতের বেলা ভিন্ন রূপ ধারণ করে। পরিণত হয় হোমলেসদের আনঅফিসিয়াল হোস্টেলে। গত এক মাসের বেশি সময় ধরে এই অবস্থা চলে আসছে। তবে দিনের পর দিন হোমলেসদের সংখ্যা বাড়ছে এখানে। প্রতিদিন প্রায় ১শর বেশি হোমলেস এখানে রাত্রিযাপন করেন। আফগান যুদ্ধে পা হারানো সাবেক এক ব্রিটিশ সৈনিকও বাড়িঘর হারিয়ে এখানে আশ্রয় নিয়েছেন।

তবে হোমলেসরা জানিয়েছে এখানে তাদের নিরাপত্তার অভাবের কথাও জানিয়েছেন। মাঝে মাঝে গুরুত্বপূর্ণ জিনিষপত্র রক্ষার জন্যে রীতিমতো তাদেরকে মারপিট করতে হয়। তবে কারো কারো কাছে স্ট্রীটে চাইতে এই মার্কেট খারাপ না। রাতের বেলা শপিং সেন্টারে বিভিন্ন চ্যারিটি সংগঠন হোমলেসদের খাবারও দিয়ে থাকে।

এদিকে নিউহ্যামের মেয়র জানিয়েছেন, হোমলেসনেস সার্ভিস উন্নতির জন্যে সরকারের দেওয়া প্রায় মিলিয়ন পাউন্ডের সঙ্গে কাউন্সিল আরো বাড়তি অর্থ বিনিয়োগ করবে। স্ট্রীটে হোমলেসদের সহযোগিতার জন্যে অতিরিক্ত স্টাফ নিয়োগের পাশাপাশি নতুন করে ২০ বেডের হোমলেস সেন্টার নির্মাণের ঘোষণা দেন নিউহ্যামের নবনির্বাচিত মেয়র রুখসানা ফাইয়াজ।

Advertisement