স্ট্রীক্টলি কাম ড্যান্সিং খ্যাত স্যার ব্রুস আর নেই : Sir Bruce Forsyth: TV legend dies aged 89

ব্রিটবাংলা রিপোর্ট :  ব্রিটিশ ব্রডকাস্টিং জগতের পুরোধা ব্যক্তিত্ব স্যার ব্রুস ফোরসিথ মৃত্যুবরণ করেছেন শুক্রবার বিকেলে। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। স্ট্রীক্টলি কাম ড্যান্সিংয়ের প্রেজেন্টার ছিলেন তিনি। তবে চলতি বছরের প্রথম থেকে চ্যাস্ট ইনফ্যাকশনের কারনে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। স্যার ব্রুসের ম্যানেজার ইয়ান উইলসন এক বিবৃতিতে জানিয়েছেন, লন্ডনের সারিতে নিজ বাড়িতে স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

স্যার ব্রুস টিভি জগতে দীর্ঘ ক্যারিয়ার শুরু করেছিলেন ১৪ বছর বয়স থেকে। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি বিবিসির স্ট্রীক্টলি কাম ড্যান্সিংয়ের প্রেজেন্টিং করেন। তারো আগে দ্যা জেনারেশন গেইম, প্লে ইয়োর কার্ডস রাইট এবং দ্যা প্রাইস ইজ রাইট নামে অনুষ্ঠান করে জনপ্রিয়তার শীর্ষে আসেন তিনি। প্রায় এক দশক উপস্থাপনা শেষে ২০১৪ সালে ৮৬ বছর বয়সে স্ট্রীক্টলি কাম ড্যান্সিং অনুষ্ঠান উপস্থাপনা থেকে অবসর নেন তিনি। ব্রিটিশ ব্রডকাস্টিং এবং বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য ২০১১ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁকে নাইট উপাধিতে ভুষিত করেন। টেলিভিশন জগতে একজন পুরুষ এন্টারপ্রেনার হিসেবে লম্বা ক্যারিয়ারের জন্য ২০১৩ সালে গিনেসবুকে নাম উঠে স্যার ব্রুসের।

স্যার ব্রুস ৬ সন্তান রেখে গেছেন। এর মধ্যে ৩ মেয়ে হলেন প্রথম স্ত্রী সঙ্গে। ১৯৭৩ সালে প্রথম স্ত্রী প্যানি কেলভার্টের সঙ্গে বিচ্ছেদ হয়। একই বছর দ্যা জেনারেশন গেইমের সহকারি প্রেজেন্টার এন্থিয়া রেডফার্নকে বিয়ে করেন তিনি। এই স্ত্রীর সঙ্গে তাঁর দুই মেয়ে আছে। যদিও ছয় বছর পরে তাদের বিয়ে ভেঙ্গে যায়। এরপর ১৯৮০ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিচারক হিসেবে গিয়ে ১৯৭৫ সালের মিস ওয়ার্ল্ড উইলনেলিয়ার সঙ্গে তাঁর পরিচয় হয়। এরপর ১৯৮৩ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। মৃত্যুর সময় উইলনেলিয়া স্বামীর পাশে ছিলেন। এই স্ত্রীর সঙ্গে এক ছেলে রেখে গেছেন স্যার ব্রুস।

Sir Bruce Forsyth: TV legend dies aged 89

Sir Bruce Forsyth, the veteran entertainer and presenter of many successful TV shows, has died aged 89.
The former Strictly Come Dancing host had been unwell for some time and was in hospital earlier this year after a severe chest infection.
His long career in showbusiness began when he was aged just 14.He also presented BBC One’s Strictly with Tess Daly from 2004 to 2014.
He became Britain’s best-paid TV star, famous for hosting game shows like The Generation Game, Play Your Cards Right and The Price is Right.

A statement from his manager Ian Wilson said: “It is with great sadness that the Forsyth family announce that Sir Bruce passed away this afternoon, peacefully at his home surrounded by his wife Wilnelia and all his children.

Sir Bruce has six children, including three daughters from the marriage to his first wife, Penny Calvert, who he split from in 1973.

The same year, he married Anthea Redfern, his hostess on The Generation Game. The couple went on to have two daughters before their six-year marriage ended.

In 1980, Sir Bruce was a guest judge for the Miss World competition, where he met his future wife, the 1975 Miss World Wilnelia Merced. The couple married in 1983, and have one son together.

Eventually, following a decade hosting the show, Sir Bruce announced he was quitting Strictly in 2014 at the age of 86.

In 2013, the star entered the Guinness World Records for having the longest career as a male TV entertainer.

The veteran entertainer was knighted by the Queen in October 2011 after a public campaign by many who considered the recognition for his services overdue.

Advertisement