স্ত্রী হত্যার দায়ে টাওয়ার হ্যামলেটসে স্বামীর যাবজ্জীবন দন্ড

ইস্ট লন্ডনের টাওয়ার হ্যামলেটসে স্ত্রী হত্যার দায়ে স্বামী জামাল উদ্দিনকে যাবজ্জীবন জেলদন্ড দিয়েছে ওল্ডবেইলি আদালত। তাকে অন্তত ১৯ বছর জেল খাটতে হবে। বৃহস্পতিবার আদালতে এই সাজার মেয়াদ ঘোষণা করা হয়। এর আগে বুধবার তাকে দোষি সাব্যস্ত করে আদালত। সাজাপ্রাপ্ত জামাল উদ্দিনের বয়স ৪৭ বছর। তিনি জোয়ার নেশায় আসক্ত ছিলেন।


গত ১১ জানুয়ারী, পপলার এলাকার সিটি আইলওয়ের ঘরে ৩১ বছর বয়সী স্ত্রী আসমা বেগমকে উপর্যপুরি ছুরিকাঘাতে হত্যা করেন স্বামী জামাল উদ্দিন। তাকে অন্তত ৫০ বার ছুরিকাঘাত করা হয় বলে আদালতে জানানো হয়। এরপর ১২ জানুয়ারী ক্রয়ডন পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমপর্নন ঘাতক স্বামী জামাল। জোয়া খেলার জন্যে টাকা চেয়ে না পাওয়ায় জামাল উদ্দিন স্ত্রীর উপর ছুরি নিয়ে হামলা করেন বলে আদালতে জানানো হয়।
২০০৭ সালের অগাষ্টে বাংলাদেশে জামাল উদ্দিনের সঙ্গে নিহত আসমা বেগমের বিয়ে হয়েছিল। এই দম্পতির ১০ বছরের এক ছেলে ও চার বছর বয়সী দুটি জমজ মেয়ে রয়েছে।

Advertisement