স্যামসাং চেয়ারম্যান লি কুন-হি আর নেই

ব্রিট বাংলা ডেস্ক :: বৈশ্বিক পাওয়ার হাউজ হিসেবে স্যামসাং ইলেকট্রনিক্সকে প্রতিষ্ঠিত করা চেয়ারম্যান লি কুন-হি ৭৮ বছর বয়সে মারা গেছেন। স্মার্টফোন, অর্ধ পরিবাহী এবং টেলিভিশন জগতে তিনি এনেছেন বিপুল পরিবর্তন। হার্ট এটাকে আক্রান্ত হয়ে ৬ বছরের বেশি সময় হাসপাতালে কাটানোর পর রোববার তিনি মারা গেছেন। তিনি স্যামসাং গ্রুপের একজন ক্যারিশম্যাটিক নেতা এবং দক্ষিণ কোরিয়ার শীর্ষ ধনী। স্যামসাংকে তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন।

Advertisement