হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে  রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ

হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে গত ৩০সেপ্টেম্বর শনিবার বক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে পাঁচ হাজার পরিবারের মধ্যে ছয় টন চাউল, তিন টন আলু, দেড় টন চিড়া, শিশুদের জন্য ষাট কার্টন বিস্কুট, ঔষধ ও কাপড় বিতরণ করেন ট্রাস্টের চেয়ারম্যান ও মাইজভান্ডার দরকার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাদ্দাজিল্লুহুল আলী।

এ সময় তিনি বলেন, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে আসলে বুঝা যায় মিয়ানমারের রাখাইনের নির্যাতিত মানুষের করুণ কাহিনী।

বিশ্ববাসী এ মানবিক বিপর্যয়ে স্তম্ভিত হলেও মিয়ানমার সরকার কোন কিছুরই পরোয়া করছে না

বরং রাখাইনের গণহত্যাকে অস্বীকার করে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আং সান সু চির সরকার।

তিনি বলেন, অবিলম্বে রোহিঙ্গাদের নাগরিক অধিকার দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে।

আর তার জন্য জাতিসংঘসহ বিশ্ব নেতৃবৃন্দকে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান।

তিনি রাখাইনে গণহত্যার জন্য মিয়ানমারের বর্বর সেনা প্রধানের আন্তর্জাতিক আদালতে বিচারও দাবি করেন। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফীজের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ ইকবাল রিসালপুরী, খাদেম মোহাম্মদ সালাহ উদ্দীন, হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভান্ডারী ট্রাস্টের মহাসচিব আলহাজ্ব কাজী মহসিন চৌধুরী, আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দীন মিয়া, খলিফা আলহাজ্ব কবীর চৌধুরী, সহ প্রচার সম্পাদক শাহ্ মোহাম্মদ ইব্রাহিম মিয়া, কুমিল্লা জেলা সহ সভাপতি ও কুমিল্লা চান্দিনা পৌরসভার সাবেক মেয়র খলিফা শাহ্ মোহাম্মদ আলমগীর খান মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সমন্বয়ক খলিফা শাহ মোহাম্মদ আসলাম হোসাইন, আন্জুমান চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাহেরুল আলম, চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, মোহাম্মদ তৌহিদুল কাদের প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

Advertisement