হাসনা হেনা কাদীরের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা সদস্য হাসনা হেনা কাদীরের ১৯ তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এক মিলাদ মহফিল অনুষ্ঠিত হবে এবং রাজধানীতে দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মরহুমা হাসনা হেনা হলেন লেঃ কর্নেল এম আবদুল কাদিরের স্ত্রী, যিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ হন এবং লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের সাবেক প্রেস মিনিস্টার সাংবাদিক নাদিম কাদিরের আম্মা ৷

Today is the 19th death anniversary of Hasna Hena Qadir, one of the founders of Ekattorer Ghatak Dalal Nirmul Committee.

A milad mahfil will be held and food items will be distributed among the poor in the capital.

Hasna was wife of Lt Col M Abdul Qadir, who was martyred during the Liberation War, and mother of journalist Nadeem Qadir,

Advertisement