হোম মিনিস্টারের সাথে ওয়ার্কার্স ইউনিয়ন লন্ডনের বৈঠক

ব্রিটবাংলা ডেস্কঃ এসিড আক্রমণ, নাইফ ক্রাইম এবং মোটরবাইক চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবী জানিয়েছে ওয়ার্কার্স ইউনিয়ন লন্ডন। বৃহস্পতিবার হোম মিনিস্টার ভিক্টোরিয়া এটকিনসের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এমন দাবী জানান সংগঠনের নেতৃবৃন্দ।

ওয়ার্কার্স ইউনিয়ন লন্ডনের সভাপতি জাবেদ হোসেন, সেক্রেটারী রিয়াজ আলী ফুয়াদ এবং সদস্য এন্টন সেলোফানব লন্ডনে হোম অফিসে অনুষ্টিত এ বৈঠকে বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

তারা বলেন,লন্ডনে দিন দিন এসিড আক্রমণ বাড়ছে। এতে করে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। নেতৃবৃন্দ আরো বলেন,বছরের প্রথম দিনে ছুরিকাঘাতে মারা গেছেন চারজন,যা অত্যন্ত উদ্বেগজনক।

পাশাপাশি বাড়ছে মোটরবাইক চুরির ঘটনাও।

বেশিরভাগ অপরাধের সাথে তরুণদের জড়িত থাকাকে ব্রিটিশ সমাজের জন্য কলংকজনক বলে অভিহিত করেছেন নেতৃবৃন্দ।

এজন্য তরুণদের অপরাধ থেকে নিবৃত্ত করতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে বলে হোম মিনিস্টারকে অবহিত করেন নেতৃবৃন্দ।

এছাড়া এসিড আক্রান্ত এবং ছুরিকাঘাতে আহতদের সহায়তারও আহবান জানান তারা।

বৈঠকে হোম মিনিস্টার ভিক্টোরিয়া এটকিনস এসব অপরাধের বিরুদ্ধে সরকারের কঠোর মনোভাবের কথা জানান।

তিনি বলেন, সরকার অপরাধ দমনে আরো পুলিশ নিয়োগের পরিকল্পনা নিয়েছে। এছাড়া এসিড এবং ছুরিকাঘাতে আহতদের সহায়তা লন্ডন মেয়রের নিকট বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান হোম মিনিস্টার।

Advertisement