৩শ মাইল গাড়ি চালিয়েও ছবি তোলা হল না বরং জুটল জরিমানা

ব্রিটবাংলা ডেস্ক : নিজের মোবাইলে সুন্দর কোনো প্রাকৃতিক দৃশ্যের ছবি নেই। তাই মনোরম একটি দৃশ্য মোবাইলের ক্যামারায় ধারণ করতে লন্ডনের কেনসিংটন থেকে গাড়ি চালিয়ে ¯্রপশায়ারে গিয়েছিলেন তিন ব্যক্তি। কিন্তু ভাগ্য তাদের সহায়ক ছিল না। সেখানে যেতে যেতে তাদের মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যায়। হতাশ হয়ে ফেরার সময় ষোল কলা পূর্ন করে দেয় পুলিশ। লকডাউন আইন লঙ্ঘনের দায়ে সাউথ ¯্রপশায়ার পুলিশ তাদের হাতে জরিমানার নোটিশ ধরিয়ে দেয়। লন্ডনের কেনসিংটন থেকে ¯্রপশায়ার আসা-যাওয়ায় প্রায় ৩শ মাইল গাড়ি চালিয়ে মনোরম দৃশ্যের চিত্র ধারণ করতে না পারলেও জনপ্রতি ২শ পাউন্ড জরিমানা হাতে ধরিয়ে দেয় পুলিশ।
ইংল্যান্ডে লকডাউন আইন লঙ্ঘন করলে জনপ্রতি সর্বনিন্ম জরিমানা হল ২শ পাউন্ড। ১৫ জনের অধিক সমবেত হলে জনপ্রতি ৮শ পাউন্ড জরিমানা আরোপের ক্ষমতা রয়েছে পুলিশের।

 

Advertisement