৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে না মিনিক্যাব ড্রাইভারদের ইংলিশ রীটেন টেস্ট : Uber to appeal against English tests for drivers

ব্রিটবাংলা রিপোর্ট : মিনিক্যাব ড্রাইভারদের জন্য বাধ্যতামূলক ইংলিশ রীটেন টেস্টের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে কোর্ট। এর ফলে আগামি ৩০ সেপ্টেম্বর থেকে মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংলিশ রীটেন টেস্ট চালু হচ্ছে না। ইংলিশ রীটেন টেস্টে যে ড্রাইভার পাশ করতে পারবে না তার লাইসেন্স প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে এই নিয়ম চালু করতে চাচ্ছে ট্রান্সপোর্ট ফর লন্ডন। এর বিরুদ্ধে আইনী লড়াই করে পরাজিত হয় উবার।

গত মার্চে হাইকোর্ট মিনিক্যাব কোম্পানী উবারের বিপক্ষে এই রায় দেয়। কিন্তু পিছু ছাড়েনি উবার। ইংলিশ রীটেন টেস্ট বাধ্যতামূলক করার পরে শুধু লন্ডনেই তাদের প্রায় ৩৩ হাজার ড্রাইভার লাইসেন্স রিনিউ করতে ব্যর্থ হবেন বলে যুক্তি দেখিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমত চেয়ে কোর্ট অব আপিলে আবেদন করে উবার। কোর্ট অব আপিল এই আবেদনের প্রেক্ষিতে আপিলের অনুমতি দিয়েছে। এর ফলে আগামি ৩০ সেপ্টেম্বর থেকে মিনিক্যাব ড্রাইভারদের জন্য ইংলিশ রীটেন টেস্ট চালু করতে পারবে না টিএফএল। আগামি বছরের ২০ ফেব্রুয়ারি উবারের আপিলের শুনানি হবে। আপিলে টিএফএল জয়ী হলে ৯ এপ্রিল থেকে চালু হবে ইংলিশ রীটেন টেস্ট।

 

Uber to appeal against English tests for drivers

The introduction of a written English language test for private hire drivers has been delayed after Uber won the right to appeal against the plans.
Transport for London (TfL) had wanted to revoke licences if drivers had not passed the test by 30 September.


Uber lost a High Court battle in March against the policy.
But the Court of Appeal has said it would hear Uber’s case after it argued 33,000 drivers out of 110,000 in London might not be able to renew licences.
TfL will now not introduce the policy until 9 April, depending on the result of the appeal hearing which will be heard on 20 February.
“We maintain that all licensed drivers must be able to communicate in English at an appropriate level,” a TfL spokesman said.
“We will continue to robustly defend this position at the appeal.”
Uber’s London general manager Tom Elvidge said the company was pleased to have “secured this appeal to defend tens of thousands of drivers who risk losing their livelihoods because they can’t pass an essay writing test.”
In March, the 15 members of the London Assembly said passing a written English test was an unnecessary requirement for drivers and the ability to communicate verbally was more important.#Source#BBC#

Advertisement