৪ মুসলিমকে হত্যা, যা বললেন ট্রুডো

ইসলামবিদ্বেষ থেকেই কানাডায় এক মুসলিম পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।মঙ্গলবার কানাডার হাউস অব কমন্সে বক্তৃতাকালে তিনি বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে। হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী।এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে বলে তারা সবাই আশা করছেন। যদিও তারা জানেন, শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ-কষ্ট ও ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে।

কানাডার পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান তরুণ নাথানিয়েল ভেলটম্যান আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে হতাহতেরাকানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ হত্যাকাণ্ড ঘটে। নিহত চারজনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। পরিবারটির ৯ বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।কানাডাসহ পাশ্চাত্যের দেশগুলোতে দীর্ঘ দিন ধরেই ইসলামবিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের মতো নেতারা সাম্প্রতিক বছরগুলোতে এ বিদ্বেষ ছড়াতে ভূমিকা রেখেছেন। ইরানসহ অনেক মুসলিম দেশই এ ব্যাপারে পাশ্চাত্যের নেতাদেরকে সতর্ক করে আসছে। কিন্তু তারা এটাকে গুরুত্ব দিচ্ছে না।

Advertisement