৭২ সেকেন্ড নিরবতা পালনের মাধ্যমে গ্রেনফেল ট্রাজেডিকে স্মরণ : Grenfell Tower fire: Silent procession marks first anniversary

ব্রিটবাংলা ডেস্ক : ওয়েস্ট লন্ডনের চেলসি এন্ড কেনসিংটন বারার গ্রেনফেল টাওয়ারে অগ্নিকান্ডের ১ বছর পূর্ন হয়েছে বৃহস্পতিবার। স্বজনসহ  দেশবাসি ৭২ সেকেন্ড নিরবতা পালনের মাধ্যমে স্মরণ করে গ্রেনফেল ট্রাজেডিকে। দিনের মধ্যভাগে বিভিন্ন চার্চ, সরকারী ভবন, পার্লামেন্টসহ বিভিন্ন স্থানে নিরাবতা পালন করা হয়। রাণী দ্বিতীয় এলিজাবেথ এবং মঘান মার্কল চেস্টারের একটি অনুষ্ঠানে নিরবতা পালন করেন।

গত বছরের ১৪ জুন রাতে ভয়াবহ এই অগ্নিকান্ডের সবার চোখের সামনে আগুনে পুড়ে ভবনটি। তাতে জীবন্ত অগ্নিদ্বগ্ধ হয়ে প্রাণ হারান বিভিন্ন বয়সের ৭২ জন মানুষ।

তাদের স্মরণে কেনজিংটন চার্চে বিশেষ অনুষ্ঠানে একজন একজন করে সবার নাম বলে শুনানো হয়। গ্রেনফেল টাওয়ারের নীচে শত শত মানুষ গ্রীন রিবন বাধেন। প্রধানমন্ত্রী থেরিজা মে এক টুইট বার্তায় নিহতের স্মরণ করেন।

Hundreds of people have taken part in a silent procession in honour of the 72 people killed in the Grenfell Tower fire a year ago.

It came after a memorial service at a church near the west London tower where the names of the victims were read out and bereaved families released doves.

The Bishop of Kensington said people were still “recovering” and seeking answers but there was “positivity”.

A 72-second national silence was also held at midday.

The silence was observed across the country, including at government buildings, Parliament and by the Queen and the Duchess of Sussex on a visit to Chester, where the monarch wore green in honour of Grenfell victims.

There were green ribbons tied around pillars, scarves on seats and banners were hung for the service, where there was African drumming and Amazing Grace was sung.

Addressing the service, Labour MP David Lammy said it was a “bittersweet” moment as the community celebrated their unity but mourned those lost.

The white doves were released outside the church after the service.

Bishop of Kensington Dr Graham Tomlin said there was an atmosphere of “quiet dignity, a sombre mood in the air”.

Prime Minister Theresa May wrote on Twitter that she wanted to “pay tribute” to the victims’ “family, friends and loved ones for the strength and dignity they have shown”.

Advertisement