৯/১১ হামলার ঘটনায় জার্মান নাগরিক গ্রেফতার

ব্রিট বাংলা ডেস্ক : সিরিয়ায় মার্কিন মিত্র বাহিনীর সদস্যরা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার পরিকল্পনার ব্যাপারে সহযোগিতা করার অভিযোগে সিরীয় বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পেন্টাগন একথা নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) বরাত দিয়ে পেন্টাগন মুখপাত্র এরিক পাহন এক বিবৃতিতে বলেন, ‘‘আমরা নিশ্চিত করছি যে সিরীয় বংশোদ্ভূত জার্মান নাগরিক মোহাম্মাদ হায়দার জাম্মারকে মার্কিন মিত্র বাহিনী এসডিএফের সদস্যরা এক মাসেরও বেশী সময় আগে গ্রেফতার করেছে।’’

সিনিয়র এক কুর্দি কমান্ডার এর একদিন আগে এএফপি’কে বলেন, জাম্মার গ্রেফতার হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১১ সেপ্টেম্বরের হামলা চালানোর জন্য আল-কায়েদা হাইজাকারদের কয়েকজনকে জাম্মার নিয়োগ করে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওয়াশিংটন ও নিউইয়র্কে ৯/১১’র হামলায় প্রায় ৩ হাজার লোক নিহত হয়।

Advertisement