করোনা চিকিৎসা দিতে গিয়ে  বার্মিংহামে বাঙালি নার্স আক্রান্ত

করোনা চিকিৎসায় নিয়োজিত থেকে আক্রান্ত হলেন বাঙালি নার্স ইজমি আহিমেদ।

করোনা মাহামারীর প্রথম থেকেই বার্মিংহামের হার্টল্যান্ড হাসপাতালে নিয়মিত নার্স হিসেবে  কর্মরত ছিলেন ইজমি আহমেদ।ইজমি আহমেদ বার্মিংহাম এর কমিউনিটি নেতা ও বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন অধিবাসী  লিটু আহমেদ জুম্মার মেয়ে। বর্তমানে ডাক্তারের পারামর্শে তিনি এবং পুরো পরিবার হোম কোরান্টাইনে আছেন।তার পরিবার পক্ষ থেকে সবার কাছে দোয়া কমানা করা হয়েছে।j

Advertisement