যুক্তরাজ্যে বসবাসরত ইডেন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রীদের সংগঠন ইডেন লাভ ইউকে এর আয়োজনে শুক্রবার ২৬ শে মার্চ স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে কবিতা ও গানে ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠিত হয় |
নাসিমা কাজলের উপস্থাপনায় আর শিখা, মিতা তাহের. বীথি, হাসি, কাজলের সর্ব সহযোগিতায় স্বাধীনতা দিবসের ৫০ এর আড্ডা অলোঙ্কিত হয় সন্ধ্যা |
শুরুতে ১৯৭১ এ ২৫ সে মার্চের কালো রাতের শহীদের স্মরণে শ্রদ্ধা ও তাদের আত্মার শান্তি কামনা করা হয় |
হৃদয়ের টানে শত ব্যাস্ততার মাঝেও আড্ডাতে অংশ নেয়া ইউকে ইডেন লাভ সদস্যরা নিজ পরিচয় প্রদানের মধ্য দিয়ে একে অপরের সাথে পরিচিত হয় |সময় গড়িয়ে যায় আর আড্ডায় যোগ হয় আরো নতুন মুখ। অনেকদিন পর প্রিয়মুখ গুলো কাছে পেয়ে সকলেই আড্ডাকে উপভোগ করছিলো |
প্রতিষ্ঠাতা সদস্য মিতা তাহেরের দেশের গান দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয় | আড্ডার সাথে সাথে চলতে থাকে আইরিন , নাসিমা কাজল, মুকুল, কাজল হোসাইন আর জাহান বীথির তন্ময় ভরা কবিতা আবৃত্তি এবং সংগীত শিল্পী মিতা তাহের, হ্যাপি , আর শিখার পরিবেশনায় স্বাধীনতার জনপ্রিয় গান আর মীরার স্মৃতি চারন উপভোগ্য ছিলো |
সকলের অংশগ্রহনে ভার্চুয়াল স্বাধীনতা দিবসের আড্ডা আয়োজন ছিলো প্রাণোবন্ত |পরবর্তি আড্ডার প্রত্যাশা নিয়ে সেদিনের মতো বিদায়ের ঘন্টা বাজাতে হয়|