৭২ ঘণ্টাও খোঁজ মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিনের, বাড়ছে শঙ্কা

নিখোঁজের ৭২ ঘণ্টা পরও কোনো হদিস মেলেনি ইন্দোনেশিয়ার সেই সাবমেরিনের। কেআরআই নাঙ্গালা-৪০২ নামের এই সাবমেরিনে ৫৩ জন নাবিক ছিলেন। গতকাল বুধবার ভোর রাতে সাবমেরিনটি বালির উপকূল থেকে প্রায় ৬০ মাইল (৯৬ কিমি) দূরের পানিতে নিখোঁজ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, এরই মধ্যে হারিয়ে যাওয়া সাবমেরিনটির অক্সিজেন ফুরিয়ে গেছে।এতে ওই সাবমেরিনে থাকা ৫৩ জনকে নিয়ে শঙ্কা বাড়ছে। তারা আসলে কি ভাগ্য বরণ করেছেন তা এখনো স্পষ্ট নয়।জানা গেছে, সাবমেরিনটি বালি দ্বীপের উত্তরে একটি প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল। কিন্তু এরপর থেকে সেটিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর প্রধান জানান, কেআরআই নাংগালা-৪০২ নামে ওই সাবমেরিনটি অনুসন্ধানে কয়েকটি যুদ্ধজাহাজ ও একটি হেলিকপ্টারসহ ৪০০ জনের একটি উদ্ধারকারী টিম এ নিয়ে কাজ করছে।সূত্র : বিবিসি।

Advertisement