রিয়ালকে গুডবাই জানিয়ে দিলেন জিদান

গুঞ্জনটাই সত্যি হচ্ছে অবশেষে। রিয়াল মাদ্রিদে থাকছেন না কোচ জিনেদিন জিদান। ইউরোপীয় শীর্ষস্থানীয় সব সংবাদ মাধ্যম ইতোমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ থেকে অবশ্য এ বিষয়ে এখনো কোনো বিবৃতি আসেনি।

মৌসুমের মাঝপথেই বিষয়টার সূচনা। দলের বাজে পারফর্ম্যান্সের কারণেই মূলত গুঞ্জনের শুরু। প্রথমে কোপা দেল রে, এরপর চ্যাম্পিয়ন্স লিগ, একেবারে শেষ মুহূর্তে হাতছাড়া হয়েছে লিগ। ফলে কোচিং জীবনে প্রথমবারের মতো শিরোপাহীন মৌসুমের বিস্বাদ নেন কোচ জিদান। এরপর তার মাদ্রিদ ছাড়ার গুঞ্জনটা আরও জোরদার হয়ে ওঠে। বৃহস্পতিবার ভোরে অবশেষে আসে খবর, মাদ্রিদ ছাড়ছেন তিনি। ইউরোপীয় দলবদল বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রীড়া প্রতিবেদক ফ্যাব্রিজিও রোমানো জানান, আগামী মৌসুমে আর সান্তিয়াগো বের্নাবিউ ডাগআউটে আর দেখা মিলবে না তার। এরপর থেকেই স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো জানাতে শুরু করে, জিদান আর থাকছেন না স্পেনে।রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ যদিও এখনও কিছু জানায়নি এ বিষয়ে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, শিগগিরই দু’পক্ষের বিচ্ছেদের খবর আসছে আনুষ্ঠানিক বিবৃতি আকারে।

Advertisement