১০৩ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

আজ ১০৩ বছরে পদার্পণ করল প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে এবারের আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ঢাবি উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন দ্বিতীয় শতকে পদার্পন করেছে। বঙ্গবন্ধুকন্যার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রযুক্তি নির্ভর ও স্মার্ট মানবসম্পদ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় দৃঢ়প্রতিজ্ঞ।১৯২১ সালের আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ শনিবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষক কেন্দ্র সম্মুখস্থ পায়রা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় দিবসের বিভিন্ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আজ সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত নীলক্ষেত ও ফুলার রোড থেকে বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে। এসময় বিকল্প রাস্তা ব্যবহারের জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের সাময়িক এই অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Advertisement