ব্রিটবাংলা ডেস্কঃবৃহস্পতিবার লন্ডন মহানগর জাসাস আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও প্রহসনমূলক প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করা হয় হোয়াইট চ্যাপেলস্থ একটি রেস্টুরেন্টে ৷
এতে সভাপতিত্ব করেন জাসাস লন্ডন মহানগরের সভাপতি এম বদরুল ইসলাম এবং সঞ্চালনা করেন জাসাস লন্ডন মহানগরের সাধারণ সম্পাদক এম এন হাসান রাজ ৷
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিনপির সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান এমাদ , ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব লিটন , ২০দলীয় জোট নেতা প্রফেসর আব্দুল কাদের সালেহ, লন্ডন মহানগর বিনপির প্রচার সম্পাদক মইনুল ইসলাম , যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন আরো উপস্থিত ছিলেন লন্ডন মহানগর জাসাসের দপ্তর সম্পাদক মো: আব্দুল্লা আল মামুন , লন্ডন মহানগর জাসাসের সহ সভাপতি তানভীর আহমেদ খান , সোনিয়া তাসনিম , কাজী রুপন , লন্ডন মহানগর জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম , লন্ডন মহানগরের জাসাসের সহ সাধারণ সম্পাদক সুজন শীল , মেজবা উদ্দিন চৌধুরী , যুক্তরাজ্য জাসাসের কোষাধক্ষ্য সাজমিন আক্তার পারুল ,লন্ডন মহানগরের জাসাসের প্রচার সম্পাদক শহিদুল ইসলাম শাহেদ , লন্ডন মহানগরের জাসাসের মহিলা সম্পাদিকা রেবেকা সুলতানা পাপড়ি , লন্ডন মহানগরের জাসাসের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মাসুদুজ্জামান , লন্ডন মহানগরের জাসাসের সদস্য ফেরদৌস বিন জামান , রেহানা ইসলাম সুমি , মো: সেলিম হোসেন , শহীদ আহমেদ মো : আলাউদ্দিন , শহীদ আহমদ , মোহাম্মদ জাহিদ হাসান শিমুল,কামাল হোসেন ,মো:মইনুল ইসলাম মো : সালাউদ্দিন সজীব,মো: মাসুম বিল্লাহ আরো অনেকে ৷
উক্ত প্রতিবাদ সভায় বক্তারা তারেক রহমানের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে নিন্দা জানান এবং সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা থেকে নিঃস্বৰ্ত মুক্তি দাবি করা হয় ৷