কমলগঞ্জ শ্রীমংগল নির্বাচনী এলাকার ঐক্য ফ্রন্ট প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর সমর্থনে সভা

যুক্তরাজ্য বসবাসরত কমলগঞ্জ শ্রীমংগল নির্বাচনী এলাকার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ঐক্য ফ্রন্ট প্রার্থী আলহাজ মুজিবুর রহমান চৌধুরীর সমর্থনে ।

সাবেক ছাত্রদল নেতা যুক্তরাজ্য, জাসাসের সিনিওর সহ সভাপতি তরিকুর রশীদ চৌধূরী শওকতের সভাপতিত্বে, শ্রীমংগল উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আমিরুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীমংগল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্যর মিডিলসেকস বি এন পির যুগ্ম আহ্বায়ক শহিদুল হক চৌধুরী লিটন , কমলগনজ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শামীম আহমেদ, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমাদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাসাসের সাধারণ সম্পাদক তাসবির চৌধুরী শিমুল শ্রীমংগল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি সরফরাজ সরফু , শ্রীমংগল উপজেলা ছাত্রদলের সাবেক নেতা সিপন আহমেদ , সোহাগ চৌধুরী যুক্তরাজ্য জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব লিটন , যুক্তরাজ্য জাসাসের সাংগঠনিক সম্পাদক ইমদাদুর রহমান রাহাত , সহ সাংগঠনিক সম্পাদক রুকন , শ্রীমংগল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ ,স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নজরুল ইসলাম ।

সভায় কমলগঞ্জ শ্রীমংগল নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদ প্রার্থী জনাব আলহাজ মুজিবুর রহমান চৌধুরীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা ।

সভায় ছাত্রদল নেতা কাওসার চৌধুরী সহ গ্রেফতার কৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয় ।।

Advertisement