যুক্তরাজ্যর জাতীয়তাবাদী মহিলা দল

মোহাম্মদ মাসুদুজ্জামান:যুক্তরাজ্যর জাতীয়তাবাদী মহিলা দল কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল বুধবার পূর্ব লন্ডনের জাইমা পাঠাগারে অনুষ্ঠিত হয় ।

যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম এবং কনভেনিং কমিটির সিনিয়ার নেত্রী লুনা সাবিরার উপস্থাপনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম এ মালেক। এছাড়া আরো উপস্থিত ছিলেন সেক্রেটারি কয়সর এম আহমেদ, মহিলা দলের সিনিয়ার নেত্রী নাসরিন হাসান, রিতু রহমান, কাউসার জাহান তাসমিনা,নিলা হোসাইন, সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে বক্তরা বলেন , সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিক প্রতিহিংসার শিকার । বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় কারাগারে মানবেতর জীবনযাপন করছেন , সরকারের নিকট তিনি বেগম জিয়ার দ্রুত মুক্তির দাবি জানান বক্তরা । সবশেষে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা এবং বাংলাদেশের অসহায় মানুষদের জন্য দোয়া করা হয় ।

Advertisement