ব্রিটবাংলা ডেস্ক : ইস্ট লন্ডনে ছুরিকাঘাতে দু শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মেট পুলিশ জানিয়েছে, ইলফোর্ডে ১ বছর বয়সী এক মেয়ে এবং ৩ বছর বয়সী এক ছেলেকে ছুরিকাঘাতে নিহত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ইলফোর্ডের অ্যাল্ডবারো রোড নর্থের একটি ঘরে দু শিশুকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থলেই এক বছর বয়সী মেয়েকে মৃত্যু ঘোষণা করা হয়। আর হাসপাতালে নেওয়ার পরপরই মৃত্যু হয় ৩ বছর বয়সী ছেলের। ঘটনাস্থল থেকে ৪০ বছর বয়সী এক পুরুষকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তিনি পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর।
হতাহত সবাই একে অন্যের পরিচিত বলে নিশ্চিত করেছে পুলিশ। পারিবারিক কলহের কারণেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলেও পুলিশ ধারণা করছে। পুলিশ ঘটনার ব্যাপারে তদন্ত করছে। এ ব্যাপারো কারো কোনো তথ্য জানা থাহলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
ইস্ট লন্ডনের ইলফোর্ডে ছুরিকাঘাতে দু শিশুর মৃত্যু
Advertisement