শাহাব উদ্দিন বেলাল এর নামাজে জানাযা আগামী কাল শনিবার

ব্রিটবাংলা ডেস্কঃ সাংবাদিক সাবেক কাউন্সিলার শাহাব উদ্দিন বেলাল এর নামাজে জানাযা আগামী কাল শনিবার ২৭ জানুয়ারী বাদ যোহর ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্ঠিত হবে৷ (ইষ্ট লন্ডন মসজিদে যােহরের নামাজ দুপুর ১২-৪৫ মিনিটে) পরে তাকে গার্ডেন অব পিস নতুন স্থানে দাফন করা হবে ৷ সবার সুবিধাৰ্তে স্থান ও পোষ্ট কোড দেওয়া হলো ৷

Namaje Zanajah will take place after Dhuhr prayer,on Saturday 27 January 2018.At the East London Mosque in Whitechapel Road, London E1.
His burial will take place at the new Garden of Peace in Hainault.
Postcode:IG6 3SW

Advertisement