ব্রিট বাংলা ডেস্ক :: স্থানীয়দের রক্ষায় শান্তিরক্ষী বাহিনীর উপস্থিতি সত্ত্বেও আফ্রিকান দেশ ডিআর কঙ্গোতে ফের বিদ্রোহীদের হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
বুধবার উগান্ডার সীমান্তের নিকটবর্তী বনভূমি অঞ্চল ওচা শহরের কাছে মালেকি গ্রামে এ হামলা চালানো হয়েছে।
বেনির প্রশাসক দোনাত কিবওয়ানা এমন তথ্য জানিয়েছেন।
তিনি দাবি করেন, বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সের (এডিএফ) সশস্ত্র সদস্যরা এ হামলা করেছে।
ডোনাট কিবওয়ানা বলেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে ১৯ জন নিহত হয়েছেন। তবে ধারণা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে হামলা ঠেকাতে ওই অঞ্চলে সেনা উপস্থিতি আরও বাড়ানো হয়েছে।
সম্প্রতি দেশটির বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ব্যর্থতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়তে থাকে। এরই মধ্যে নতুন করে এ হামলার ঘটনা ঘটল।
এর আগে ২৪ নভেম্বর দেশটির বেনি শহরে বিদ্রোহীরা আরেকটি হামলা চালায়। এতে আটজন বেসামরিক নাগরিক নিহত হন বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করে।
হামলার পর সম্প্রতি দেশটির বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ব্যর্থতা নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়তে থাকে। এর জের ধরে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দারা। এ বিক্ষোভের মধ্যেই নতুন করে আবার হামলার ঘটনা ঘটল।
বিক্ষোভকারীরা বলছেন, সরকার ও জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী তাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে।
এদিকে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন বুধবার জানিয়েছে, এক তরুণ বিক্ষোভকারীকে তাদের এক সেনা হত্যা করেছে, এমন তথ্যপ্রমাণ পাওয়ার পর তারা একটি তদন্ত চালাচ্ছে।
মিশনের এক মুখপাত্র বলেন, আমাদের কাছে যেসব প্রমাণ রয়েছে, তাতে এই আভাস দিচ্ছে যে এই হত্যাকাণ্ডের ঘটনায় ব্লু হেলমেট দায়ী।