ব্রিটবাংলা রিপোর্ট : জরুরী ডাক্তারি পরামর্শ ইস্যু করা হলো ছয় মাসে ৪ শ’ অ্যাসিড হামলার পর। অবশেষে এক প্রতিবেদনে এসিড এডভাইস ইস্যু করে জানানো হলো কেউ হামলার শিকার হলে তার সাহায্যে আশপাশের লোকজনের “গুরুত্বপূর্ণ ভূমিকা” কি হতে পারে ।
অ্যাসিড আক্রান্তদের তাৎক্ষণিক উপশমে পানি ব্যবহার করতে হয় জানলেও বেশীর ভাগ লোকই জানেন না পানি কতটুকু প্রয়োজন। স্কাই নিউজকে একথা জানান শীর্ষ ইমার্জেন্সি কনসালট্যান্ট জোহান গ্রূন্ডলিং। তিনি জানান, শরীরে অ্যাসিডে পোড়া অংশের উপর ৪০ থেকে ৬০ লিটার পানি ঢেলে দিতে পারাই দীর্ঘমেয়াদী আঘাত বা ক্ষত থেকে বাঁচার সবচেয়ে সেরা সম্ভাবনা। সেজন্য সম্ভব হলে ট্যাপ ব্যবহারের পরামর্শ দেন তিনি।
কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন এবং বার্টস হেল্থ এনএইচএস ট্রাস্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, ঘটনার সাক্ষীরা তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন, যার ফলে ক্ষতিগ্রস্তের যথেষ্ট উপশম হতে পারে। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে তারা লিখেছেন, ক্ষতিকরক ঝুঁকি হ্রাস করার উদ্দেশ্যে এবং প্লাস্টিক সার্জারির জন্য সুবিধাজনক বিধায়, আক্রান্তের শরীরের ক্ষতস্থানে প্রচুর পরিমাণে জল ঢালার আগে অ্যাসিড লাগা পোশাকগুলি সরিয়ে ফেলা উচিত।
রাস্তায় রাস্তায় সাম্প্রতিক এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় এ বিষয়ে জনগণের সাধারণ জ্ঞান আবশ্যিক বলেও উল্লেখ করেন তারা।
এপ্রিল মাস পর্যন্ত গত ছয় মাসে ৪ শ’ অ্যাসিড হামলা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়। সাম্প্রতিক বেশীর ভাগ হামলাই হয়েছে পূর্ব লন্ডনে। ক্রমবর্ধমান এসব হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য পার্লামেন্টে জোর বিতর্ক তুলেছেন এমপিরা।
Acid advice issued after 400 attacks in six months
Doctors have issued advice to acid attack witnesses on the “important role” they can play in helping victims.
An intervention by bystanders could “substantially improve the outcome”, senior figures from the Royal College of Emergency Medicine (RCEM) and Barts Health NHS Trust said.
They wrote in the British Medical Journal that contaminated clothing should be removed, before pouring copious amounts of water over the affected area to minimise the risk of scarring and need for plastic surgery.
Public education was needed, they added, to tackle “the latest menace on our streets”.
There have been 400 acid attacks in the six months leading up to April.
Police have released footage of suspects shortly after an attack on Monday near Harrods, where a pedestrian was attacked with an unknown liquid.
The 47-year-old victim was treated for minor injuries and has been discharged from hospital.
Johann Grundlingh, an emergency consultant at Barts who co-authored the report, told Sky News most people understood the need to use water, but few realise how much is required.
Mr Grundlingh said between 40 and 60 litres being poured over the burn to dilute the acid would give a victim the “best chance” of escaping long-term injury.
People should run into corner shops and ask for bottled water or to use a tap, he added.
MPs have debated tougher measures to deal with the rising number of attacks, a large proportion of which have taken place in east London.
The call for new legislation has been led by East Ham MP Stephen Timms, who told Sky News: “I think what we’re seeing is that criminals, especially in gangs, have worked out that it’s less risky for them to carry acid than it is to carry a knife or a gun.
“So I think we need to make it much riskier for them and the changes in the law that I proposed would have that effect.”