Acid attack in Tower Hamlets : টাওয়ার হ্যামলেটসে আবার এসিড এ্যাটাক

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনে মঙ্গলবার ভোরে একটি এসিড হামলার ঘটনা ঘটেছে। ৩০ বছর বয়সী এক মহিলা এবং ২০ বছর বয়সী এক পুরুষ এসিড হামলার শিকার হন। মেট পুলিশ জানিয়েছে, ভোর ২টা ১৫ মিনিটের দিকে মাইল এন্ডের বার্টেড রোডে এই ঘটনা ঘটে। এসিড দ্বগ্ধেদর স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তবে তারা ঝুঁকিমুক্ত বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে বার্টেড রোড বন্ধ করে তদন্ত করে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্তের স্বার্থে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য জানতে চেয়েছে পুলিশ।

ওয়াটনি মার্কেটের ঘটনা এসিড হামলা নয় : টাওয়ার হ্যামলেটস মেয়রের বিবৃতি

East London acid attack: Image of suspect released : শ্বেতাঙ্গ লোকটি সন্দেহভাজন এসিড হামলাকারী

 

Acid attack in Mile End
Two people have been seriously injured in an acid attack in an east London street.
A woman, aged in her late 30s, and a man, in his early 20s, were left with serious burns after they were attacked in Mile Endin the early hours of Tuesday morning.
Scotland Yard said police were called to reports of an acid attack in Burdett Road shortly before 2.15am.
The victims were taken to an east London hospital for their injuries after a corrosive substance was thrown over them.
Their injuries are thought to be serious but non-life threatening.
Burdett Road was sealed off and forensic officers were at the scene investigating for several hours.
A Met Police spokesman said: “No arrests have been made. Enquiries are ongoing.
“There are no other reported injuries.”
Anyone with information is asked to contact Tower Hamlets CID via 101 or via Twitter via @Metcc or Crimestoppers anonymously on 0800 555 111 or visit crimestoppers-uk.org. #Source#ES#

Advertisement