Acid attacker can now be given a life sentence : অ্যাসিড হামলার শাস্তি যাবজ্জীবন

ব্রিটবাংলা রিপোর্ট : এখন থেকে অ্যাসিড হামলাকারীর শাস্তি হবে যাবজ্জীবন কারাদন্ড। এমনকি হামলায় টার্গেট মিস হলে কিম্বা টার্গেটের কোন ক্ষতি না হলেও হামলাকারীকে যাবজ্জীবন জেলের ঘানি টানতে হবে। তাছাড়া হামলার উদ্দেশ্যে রাস্তায় অ্যাসিড কিম্বা ছুরি বহনের অপরাধে চার বছর পর্যন্ত জেল হতে পারে বলে ঘোষণা দিইয়েছে ইংল্যান্ডের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস।
একেরপর এক বাড়তে থাকা মারাত্মক অ্যাসিড হামলা ও সহিংস নাইফ ক্রাইমের কারণে জনসাধারণের উদ্বেগ-আতংকের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন সার্ভিস।
গত বছরের জুলাই মাসে ইস্ট লন্ডনের ইলফোর্ডের এক বাসায় ঢুকে ৬৯ বছর বয়সী এক মহিলার উপর মারাত্মক লিকুইড ঢেলে তার দেহের ২৪ শতাংশ পুড়িয়ে ফেলার অপরাধে এক ব্যক্তি দোষি সাব্যস্ত হবার খবর এক প্রতিবেদনে প্রকাশিত হবার পর এ ঘোষণাটি এলো। ৪৫ বছর বয়সী জেরারড ওয়েলান ঐ দুষ্কৃতিকারী আরেক হামলায় ৯০ বছর বয়সি একজন মহিলাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দেয়। আগামী মাসে উড গ্রিন ক্রাউন কোর্টে তার শাস্তি ঘোষণা করা হবে।

উল্লেখ্য ইংল্যান্ড এন্ড ওয়েলসে ২০১৭ সালের এপ্রিল থেকে গত এক বছরে প্রায় ৪শ অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। মধ্য জুলাইয়ে লন্ডনে প্রায় সোয়া এক ঘন্টার ভেতরে টানা ৫টি অ্যাসিড হামলার ঘটনা ঘটে। অ্যাসিড হামলা প্রতিরোধে এর আগে যাবজ্জীবন দন্ডের পাশাপাশি অ্যাসিড জাতীয় দ্রব্য কেনা বেচায় কঠোর হওয়ারও ঘোষণা দিয়েছিলেন হোম সেক্রেটারী অ্যাম্বার রোড।

Acid attacker can now be given a life sentence

Thugs who carry acid on the streets will face up to four years in prison under a new crackdown announced Friday  by prosecutors.

The Crown Prosecution Service said it would in future seek to charge offenders caught with a corrosive substance with possession of an offensive weapon. The crime carries a potential four year jail term.

Prosecutors will be told to bring even tougher charges – carrying a maximum life sentence – against those who throw acid, even if no harm is caused to the intended victim.

The announcement came as details were released of the most recent acid conviction in which a burglar admitted inflicting 24 per cent burns on a 69-year-old woman by spraying corrosive liquid on her after breaking into her home in Ilford.

The man also threatened a 90-year-old woman with acid during another break-in and used corrosive substances in other attacks. He will be sentenced at Wood Green Crown Court next month.

Unveiling the new crackdown today, Alison Saunders, the Director of Public Prosecutions, said she was updating her guidance to prosecutors to ensure that the courts had the “widest possible sentencing power” to deal with acid offenders.

 

Another aim was to deter those who carried acid instead of a knife or other weapon in the mistaken belief that they could escape criminal sanctions.

The CPS currently has 14 acid prosecutions for offences in London underway after a spate of muggings, revenge and hate attacks carried out with corrosive substances.

Official figures have revealed that more than 400 acid or corrosive substance attacks were carried out in the six months up to April 2017 across England and Wales.

Bleach, ammonia and acid were the most commonly used substances. Home Secretary Amber Rudd has responded by promising stricter rules on acid sales and a review of law enforcement measures that can be taken against the problem.

Advertisement