Acid hot Spot Newham : Today Emergency demo : নিউহ্যামের বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান

ব্রিটবাংলা রিপোর্ট : এসিড হামলার হঁট স্পটে পরিনত হয়েছে ইস্ট লন্ডনের নিউহ্যাম বারা। গত ২১ জুন ইউনিভার্সিটি পড়ুয়া ২১ বছরের তরুনী এবং তার কাজিন ভাইয়ের উপর এসিড হামলার বিষয়টি বেশ আলোচিত হলেও এর আগে এবং পরে ছোট্ট বড় আরো অনেক এসিড হামলা হয়েছে নিউহ্যামে।চলতি বছরের মার্চে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ২০১০ সালের পর থেকে নিউহ্যামে প্রায় ৪শ ২৫টি এসিড হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বার্কিং এন্ড ডেগেনহ্যামেই ঘটেছে প্রায় ১শ ৬০টির উপরে। এমন কি নিউহ্যাম থেকে বিপজ্জনক এসিড জাতীয় দ্রব্য অতি সহজে ক্রয় করা যায় বলেও অভিযোগ আছে। এ বিষয়ে যথাযথ মনিটরিং না থাকায় সন্ত্রাসী, বর্ণবাদীরা খুব সহজে এসিড হাতে পেয়ে যাচ্ছে।

সংশ্লিস্ট আরো সংবাদ

Petition for Ban the purchase of Acid to those without a licence : অবৈধ এসিড ক্রয় বিক্রয় বন্ধ করতে স্বাক্ষর করুন

East London acid attack: Image of suspect released : শ্বেতাঙ্গ লোকটি সন্দেহভাজন এসিড হামলাকারী

Two boys arrested after acid thrown at police : ইস্ট লন্ডনে পুলিশের উপর এসিড নিক্ষেপ

Acid attack in Tower Hamlets : টাওয়ার হ্যামলেটসে আবার এসিড এ্যাটাক

অন্যদিকে ক্যাম্পেইনারদের দাবী, গত ২৪ ঘন্টার ভেতরে বেক্টনে একজন উবার ড্রাইভার এসিড হামলার শিকার হয়েছেন। একই এলাকায় গত ১ মাসের ভেতরে ৩জন এসিড হামলার শিকার হয়েছেন বলে ক্যাম্পেইনারদের দাবী।

একের পর এক এসিড হামলার বিপরীতে নিউহ্যাম কাউন্সিলের নিরবতায় ক্ষোভ বাড়ছে স্থানিয় কমিউনিটিতে।ঘন ঘন এসিড হামলার পরেও বারার নির্বাহী মেয়রের পক্ষ থেকে নেই উল্লেখযোগ্য অ্যাকশন। এমন কি কোন বিবৃতিও নেই। এর প্রেক্ষিতে নিউহ্যাম পিপলস এলায়েন্স বুধবার বিক্ষোভের ডাক দিয়েছে। বিকাল ৬টায় স্ট্রাটফোর্ড স্টেশন থেকে বিক্ষোভ করে মেয়র অফিসে যাওয়া হবে। এই বিক্ষোভে যোগ দিতে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে।

*Emergency demo*‼️

*Newham has become a Hell on Earth for its residents*

399 Acid attacks with absolutely no formal action or even a statement by its Mayor or any representative.

In the last 24 hours an innocent Uber driver was attacked by Acid in Beckton, the very same area where three innocent people were mercilessly attacked by Acid less then a month ago.

*Enough is Enough!*

We urge everyone to turn up to peacefully demonstrate their utter disgust at the lack of action, seriousness and coverage in the National Media!

Time: 6pm
Date: Wednesday 5th july
Venue Stratford Station.
March towards robins doorstep
*Be there!*

_Newham Peoples Alliance_
https://www.facebook.com/NewhamPeoplesAlliance/

#acidAttacksenough #StandUpSpeakUp

‼️Short Notice ‼️Please forward message to your family\friends within newham borough

 

Advertisement