ব্রিটবাংলা রিপোর্ট : বিমানে পাইপ বোম্ব বহনের চেস্টার অভিযোগে এক পাকিস্তানি নাগরিককে দোষি সাব্যস্ত করেছে আদালত। মঙ্গলবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টে জানানো হয়, দোষি ব্যক্তির নাম নাদিম মুহাম্মাদ। গত ৩০ জানুয়ারী ম্যানচেস্টার এয়ারপোর্টে সিকিউরিটি চেকের মাধ্যমে তার লাগেজে এই বোম্বের ডিভাইসটি পাওয়া যায়। রায়ানএয়ারের একটি ফ্লাইটে বোম্বিংয়ের উদ্দেশ্যে ৪৩ বছর বয়সী নাদিম ডিভাইসটি বহন করছিলেন বলে কোর্টকে জানিয়েছেন প্রসিকিউটর। ম্যানচেস্টারের টাইনলাইন স্ট্রিটের বাসিন্দা নাদিম মুহাম্মাদের জন্ম পাকিস্তানে। তার কাছে ইতালিয়ান পাসপোর্ট ছিল। তিনি ম্যানচেস্টার এয়ারপোর্ট থেকে রায়ানএয়ারের একটি ফ্লাইটে ইতালির উত্তর এলাকার বার্গামো যাবার পথে তার লাগেজ স্ক্যান করে এই ডিভাইসটি পাওয়া যায়। যদিও তিনি এয়ারপোর্টকে বলেছেন, কেউ একজন তার লাগেজে এই ডিভাইসটি ভরে দিয়েছে। তিনি নিজে এটা করেননি।
আগামি ২৩শে আগস্ট আদালতে নাদিম মুহাম্মাদের সাজার মেয়াদ ঘোষনা করা হবে।
Airport pipe bomb plot: Nadeem Muhammad guilty :
A man has been found guilty of trying to smuggle a pipe bomb on to a plane at Manchester Airport.
The “crude improvised explosive device” was found in Nadeem Muhammad’s carry-on luggage as he went through security on 30 January.
Prosecutors said the 43-year-old from Bury intended to detonate the device on a Ryanair flight to Bergamo, Italy.
He was found guilty of possessing explosives with intent to endanger life at Manchester Crown Court.
Muhammad, of Tinline Street, was born in Pakistan and holds an Italian passport.
He was attempting to board the flight to northern Italy when the item was discovered. He told airport officials that someone else had put it in his luggage.
Muhammad will be sentenced on 23 August.