Barking stabbings: Man killed and two others injured : ইস্ট লন্ডনের বার্কিংয়ে ছুরিকাঘাতে একজনের মৃত্যু

ব্রিটবাংলা রিপোর্ট : ইস্ট লন্ডনের বার্কিংয়ে ছুরিকাঘাতে ২০ বছর বয়সী এক তরুনের মৃত্যু হয়েছে। একই এলাকায় ছুরিকাহত আরো দু’ কিশোরকে উদ্ধার করে হাসতাপালে নেওয়া হয়।

স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে, বুধবার ভোররাত ১টার দিকে রিপল রোড জংশনের কাছে মোভার্স লেইনে তাকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষনা করা হয়।

একই এলাকায় ২০ বছর বয়সী অপর দুই তরুনকে ছুরিকাহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদেরকে স্থানীয় হাসপাতালের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা ঝুঁকি মুক্ত বলে পুলিশ জানিয়েছে। এই দুই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। এ ব্যাপারে কারো কোন তথ্য জানা থাকলে ১০১ নাম্বারে কল দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ।

Barking stabbings: Man killed and two others injured

A young man has died and two others are injured in hospital after a triple stabbing in east London.

The victim, aged in his 20s, was pronounced dead at the scene after he was stabbed in Barking in the early hours of Wednesday.

He was found lying on the ground with knife wounds at about 1am in Movers Lane, near to the junction with Ripple Road.

Two other men, both aged in their late teens or early 20s, were also found with stab wounds in the nearby area, Scotland Yard said.

Both were taken to hospital with injuries not thought to be life threatening.

Scotland Yard said the Homicide and Major Crime Command has been informed and will be investigation.

There have been no arrests.

A Met Police spokesman said: “Enquiries are underway to confirm the deceased identity and inform all next of kin.”

Anyone with information is asked to contact police on 101 or to call Crimestoppers anonymously on 0800 555 111 or visit crimestoppers-uk.org.

Advertisement