ব্রিটবাংলা রিপোর্ট : ব্রিস্টলে একটি ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনায় এক পুরুষের মৃত্যু হয়েছে। আরেক মহিলা গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে ফিশপন্ড রোডের একটি ফ্ল্যাটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস টিম এসে ফ্ল্যাটের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এছাড়া এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বানিজ্যিক ভবনের উপরে এই ফ্ল্যাটের আগুন নিয়ন্ত্রনে আনতে প্রায় ৫৫ জন ফায়ার ফাইটার অংশ নেন। আগুনের কারণ জানা যায়নি।
Bristol flat fire: Man dies and woman critically ill
A man has died and a woman is in a critical condition in hospital following a flat fire in Bristol.
The fire broke out in Fishponds Road at about 20:40 BST on Saturday.
A man was brought out of the flat by fire crews but died at the scene. A woman was rescued and taken to hospital with potential life-threatening burns, where she remains critically ill.
At its peak, 55 firefighters tackled the blaze at the flat, which was above a commercial property.
Fire crews remain at the scene damping down small pockets of fire.
Fishponds Road was closed overnight but has since been partially reopened.
A spokesman for the police force said they were investigating what caused the fire but warned it “may take some time because of the condition of the building”.
The death has been referred to the coroner.