ব্রিটবাংলা ডেস্ক : মানি লন্ডারিংয়ের অভিযোগে বাঙালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এবং নিউহ্যাম থেকে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুই বারার সাতটি ঠিকানায় অভিযান চালিয়ে সাতজন পুরুষ এবং একজন মহিলাকে গ্রেফতার করা হয়।
সিটি অব লন্ডন পুলিশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ, মেট পুলিশ, থেমস ভ্যালি পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং বোর্ডার ফোর্স সদস্য অংশ নেয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সবাই চায়নিজ নাগরিক। সংঘবদ্ধ এই চক্রটি হাইস্ট্রীটের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে মিলিয়ন পাউন্ড লন্ডারিংয়ের সাথে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Eight arrested on suspicion of laundering millions of pounds
Police have arrested eight people in an operation targeting members of a Chinese gang suspected of laundering millions of pounds.
Seven men and a woman were held after officers from City of London Police raided seven addresses in London, including homes in Newham and Tower Hamlets yesterday.
The intelligence-led operation is part of a crackdown on a money laundering network which used high street banks in and around the City of London since last autumn.
The arrests were made with support from the British Transport Police, the Metropolitan Police Service, Thames Valley Police, the National Crime Agency and the Border Force.
All eight, who are all Chinese nationals, are in police custody.