Election failure shakes confidence in May’s Brexit strategy : ব্রেক্সিট কৌশলের আস্থা ভঙ্গুর করে দিয়েছে টেরিজা মে’র নির্বাচনী ব্যর্থতা

 

ব্রিটবাংলা রিপোর্ট : স্ন্যাপ ইলেকশন নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে’র তালগোল পাকানো গ্যাম্বলিং-এর কারণে সরকারের উপর জনগণের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে। ওআরবি ইন্টারন্যাশনালের এক জরিপে দেখা যায়, প্রায় দুই তৃতীয়াংশ ভোটার ব্রেক্সিট আলোচনায় সরকারের কৌশল সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

ইয়োরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিভোর্সের শর্তাবলী নিয়ে আলোচনার জন্য ব্রিটেনের দুই বছরেরও কম সময় রয়েছে। ভবিষ্যতে সম্পর্কের রূপরেখাটি পেশ করার সময়সীমা রদ হয়ে যাবে ২০১৯ সালের মার্চ মাসের শেষের দিকে।

ব্রেক্সিট ইস্যুতে নিজের পক্ষ শক্তি জোরদার করার লক্ষ্যে ৮ ই জুন স্ন্যাপ ইলেকশন দিয়েছিলেন টেরিজা মে। কিন্তু এতে তার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হেরে যাওয়ায় এখন নিজের সৃষ্ট সঙ্কট থেকে নিজেই বেরিয়ে আসতে পারছেন না। এদিকে ইইউ’র শীর্ষ আলোচক সতর্ক করেছেন যে আনুষ্ঠানিক আলোচনা বিলম্বিত হতে পারে।

অগাস্টের ২ ও ৩ তারিখে পরিচালিত ও আর বি ইন্টারন্যাশনাল-এর এক মতামত জরিপে দেখা যায়, ব্রেক্সিট আলোচনায় সরকারের কর্মকান্ডে অসমর্থন জানিয়েছে ৬১ শতাংশ ব্রিটিশ ভোটার। সরকারের কৌশলে অনাস্থা গতমাসে ছিল ৫৬ শতাংশ, আর জুন মাসে ছিল ৪৬ শতাংশ।

জরিপের তথ্যে জানা যায়, জুনের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আগ পর্যন্ত ব্রেক্সিট পরিচালনায় টেরিজা মে’র উপর বেশির ভাগ ভোটারের আস্থা ছিল।

ও আর বি ইন্টারন্যাশনাল-এর ম্যানেজিং ডাইরেক্টর জনি হেরাল্ড বলেন, নির্বাচনের দুর্বল ফলাফলের পর থেকে ক্রমেই ব্রেক্সিট নিয়ে জনমনে শংকা বাড়ার ইঙ্গিত বহন করছে এ মাসের ব্রেক্সিট জরিপ। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ব্রেক্সিট আলোচনায় সঠিক চুক্তি আদায়ে সক্ষম হবেন – এমন বিশ্বাস এখনো ঠুনকো, নড়বড়ে, ভঙ্গুর।

টেরিজা মে সঠিক চুক্তি আদায়ে সক্ষম হবেন কিনা এমন প্রশ্নের জবাবে ৪৪ শতাংশ লোক বলেছেন তাদের আস্থা নেই। ৩৫ শতাংশ এখনো আস্থা রাখেন আর ২১ শতাংশ নিশ্চিত নন।

ব্রিটেন জুড়ে ২ হাজার লোকের মধ্যে এ জরিপ চালায় ও আর বি। এতে ভুলের সীমা ধার্য করা হয়েছে ২ দশমিক ২ শতাংশ।

 

Election failure shakes confidence in May’s Brexit strategy :

British Prime Minister Theresa May’s botched gamble on a snap election has shaken public confidence in the government with nearly two thirds of voters now negative about her government’s approach to Brexit talks, an ORB opinion poll indicated.

Britain has less than two years to negotiate the terms of the divorce and the outlines of the future relationship before it is due to leave in late March 2019.

May is reeling from a crisis of her own making – the loss of her parliamentary majority in a June 8 snap election which she had called to strengthen her hand. The EU’s top negotiator has warned that formal talks could be delayed.

An Aug 2-3 opinion poll for ORB International showed 61 percent of British voters disapproved of the government’s handling of the Brexit negotiations, up from 56 percent last month and 46 percent in June.

The data showed most voters approved of May’s handling of Brexit negotiations this year until the start of June when May lost of her majority.

When asked if whether they were confident May would get the right deal, 44 percent of people said they were not confident. Just 35 percent were confident May would get the right Brexit deal while 21 percent said they did not know.

ORB asked 2,000 voters across the United Kingdom. The margin of error is around 2.2 percent. #Source#Reuters#

Advertisement